
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বিরল এক ঘটনায় অভিষেক টেস্টেই অধিনায়কত্ব করলেন জিম্বাবোয়ের এক ক্রিকেটার। আনকোরা হলেও তাঁর বাবা ছিলেন জিম্বাবোয়ে দলের কিংবদন্তি। একটা সময় সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের বিরুদ্ধে তিনি খেলতেন। ব্যাট হাতে তিনি অনেক ম্যাচেই চোয়ালচাপা লড়াই দিয়েছেন, তিনি অ্যালিস্টার ক্যাম্পবেল।
তাঁর ছেলে জোনাথন ক্যাম্পবেলই আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন। জিম্বাবোয়ে দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই অধিনায়কত্ব করলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বুলাওয়াওতে প্রথম টেস্টে টস করতে নামার সঙ্গে সঙ্গেই ১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এক বিরল ঘটনার সঙ্গেই নিজের নাম জড়িয়ে ফেললেন তিনি।
এক জরুরী পারিবারিক কারণের জেরে জিম্বাবোয়ে দলের টেস্ট অধিনায়ক ক্রেগ এরভাইন নিজেকে আয়ারল্যান্ড ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন। সেই কারণেই অ্যালিস্টার ক্যাম্পবেলের পুত্র জোনাথনের কাছে আসে অধিনায়কত্বের সুযোগ। আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। জিম্বাবোয়ে ক্রিকেটের ইতিহাসে তাঁরা দুজনই প্রথম বাবা-পুত্র, যারা দেশকে নেতৃত্ব দিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বক্রিকেটে চতুর্থ বাবা-পুত্র জুটি তাঁরা, যারা দেশকে নেতৃত্ব দিলেন।
জিম্বাবোয়ে দলের হয়ে ৬০টি টেস্ট ম্যাচে খেলেছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। করেছিলেন ২৮৫৮ রান। ব্যাটিং গড় ছিল ২৭.২১, ছিল দুটি শতরানও। এছাড়াও দেশের জার্সিতে ১৮৮টি একদিনের ম্যাচেও প্রতিনিধিত্ব করেছিলেন ক্যাম্পবেল। ১৯৯২ থেকে ২০০৩ সালের মধ্যে দেশের হয়ে চুটিয়ে খেলার পাশাপাশি ২১টি ম্যাচে অধিনায়কত্বও করেছিলেন তিনি। যদিও জিতেছিলেন মাত্র ২টি ম্যাচে। একটি ম্যাচ ভারতের বিপক্ষে জেতার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধেও দেশকে নেতৃত্ব দিয়ে জেতান ক্যাম্পবেল।
ক্যাম্পবেল দ্বিতীয় ক্রিকেটার জিম্বাবোয়ে দলের যিনি অভিষেক টেস্টেই অধিনায়কত্ব করার সুযোগ পেলেন। ১৯৯২ সালে হারারেতে তাঁদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন ডেভ হাউটন। শেষ ৫০ বছরের টেস্ট ক্রিকেটে জোনাথন ক্যাম্পবেল চতুর্থ ক্রিকেটার যিনি অভিষেকেই দেশের অধিনায়কত্ব করার কৃতিত্ব গড়লেন। দঃ আফ্রিকার নিল ব্র্যান্ড ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের অধিনায়কত্ব করেছিলেন।
৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯১৩ রান রয়েছে জোনাথন ক্যাম্পবেলের। এছাড়াও পার্টটাইম লেগ স্পিনার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৪২ উইকেটও। ২০২৪ সালের মে মাসে চট্টোগ্রাম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ অভিষেক হয়েছিল জোনাথনের। সেই ম্যাচে ২৪ বলে ৪৫ রান করেছিলেন তিনি। এখনও পর্যন্ত ৯টি টি২০ ম্যাচে তিনি করেছেন ১২৩ রান। লিস্ট এ-তে ৪৫টা ম্যাচে ১৩৭২ রান রয়েছে তাঁর, ব্যাটিং গড় ৪০র কাছাকাছি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports