ভারতের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজের পর থেকেই চর্চায় রয়েছেন শুভমন। টেস্টের ক্যাপটেন হয়ে প্রথম সিরিজ থেকেই নজর কেড়েছেন সকলের। তিনটে সেঞ্চুরির পাশাপাশি ভারতের জন্য মোট ৭৫৪ রান করেন শুভমন। সিরিজ জিততে না পারলেও শেষ টেস্টে তাঁর অধিনায়কত্বে ভারতের অভাবনীয় জয় ড্র করিয়েছে। এবার নতুন দায়িত্ব এল শুভমনের কাঁধে। দলীপ ট্রফির উত্তরাঞ্চলের নেতৃত্বে থাকছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। গিল ছাড়াও এই দলে রয়েছেন আরও তিন তারকা ক্রিকেটার।
কারা থাকছেন দলে?
পুরনো ফরম্যাটে বিভিন্ন অঞ্চলভিত্তিক দল গড়ে খেলা হবে দলীপ ট্রফি। মোট ছটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এই খেলা। মোট ১৬ জনের দল বানিয়েছে উত্তরাঞ্চল। টুর্নামেন্ট খেলার জন্য দলে কারা কারা থাকবেন সে কথাও জানানো হয়েছে বৃহস্পতিবার। দলের তারকা ক্রিকেটারদের মধ্যে শুভমন ছাড়াও রয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আয়ুষ বাদোনি, যশ ধূল ও মায়াঙ্ক দাগাররা। তবে দলে স্থান পাননি আরেক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।
আরও পড়ুন - পন্তের ভয়েস মেসেজ পান, ওভালের চোটের পরে গিলের কথায় আপ্লুত ক্রিস ওকস
শুভমন এশিয়া কাপে চান্স পেলে?
দলীপ ট্রফি ২৮ আগস্ট থেকে। অন্যদিকে এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। জাতীয় দলে শুভমন চান্স পেলে তাঁর পক্ষে দলীপ ট্রফি খেলা মুশকিল হয়ে যাবে। সে ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার নামানোর কথা ভেবেছে উত্তরাঞ্চল। বিবৃতি দিয়ে সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন - দুর্যোগে উত্তরকাশী… ‘দেবভূমি’র ভূমিপুত্র পন্তের কোন বার্তা? মন ছুঁলেন আরেক কারণে
শুভমনের পরিবর্ত কে?
বিবৃতিতে জানানো হয়েছে, স্ট্যান্ডবাইতে এখনও পর্যন্ত রয়েছেন মোট ৭ ক্রিকেটার। শুভমন গিল, অর্শদীপ সিং, হর্ষিত রানাদের মধ্যে কেউ জাতীয় দলে চান্স পেয়ে গেলে পরিবর্ত ক্রিকেটারদের মাঠে নামানো হবে। শুভমনের পরিবর্ত হিসেবে খেলার সুযোগ পাবেন শুভম রোহিল্লা। অন্যদিকে অর্শদীপের পরিবর্ত হিসেবে দলে স্থান পাবেন গুরনুর ব্রার। এছাড়াও, হর্ষিত রানা খেলার সুযোগ পেলে তাঁর জায়গায় উত্তরাঞ্চলের দলে যোগ দেবেন অনুজ থারকাল।