ভারতীয় দলের দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার সম্প্রতি কপিল শর্মার নেটফ্লিক্স শো দ্য গ্রেট ইন্ডিয়া কপিল শো-এর দ্বিতীয় পর্বে হাজির হয়েছিলেন। শো চলাকালীন হোস্ট কপিল শর্মা ক্রিকেটারদের বেশ কিছু মজার প্রশ্ন করেন। যেগুলি থেকে টিম ইন্ডিয়ার বহু অজানা তথ্যও বেরিয়ে আসে। এর মধ্যে একটি ছিল বেশ অন্য রকম। শ্রেয়স আইয়ারকে সেই প্রশ্নটি করেছিলেন কপিল শর্মা। কেকেআর অধিনায়কের থেকে তিনি জানতে চেয়েছিলেন, ম্যাচের সময়ে শ্রেয়স মহিলাদের মনোযোগ পান কিনা!
আরও পড়ুন: অধিনায়ক এটাই চেয়েছিল… ভাইরাল হল রোহিতের ড্রেসিংরুমের বক্তব্য
আসলে এই প্রসঙ্গটি উত্থাপন হয়েছিল তখনই, যখন কপিল শর্মা উল্লেখ করেছিলেন যে, শ্রেয়স আইয়ার একটি ম্যাচে বাউন্ডারি মারার পর, ক্যামেরাম্যান মেয়েদের দিকে ফোকাস করেছিলেন। তার মধ্যে একটি মেয়ের হাতে পোস্টারে লেখা ছিল ‘শ্রেয়স ম্যারি মি!’। কপিল সেই প্রসঙ্গ টেনে শ্রেয়সকে বলেন, ‘তুমিও তো ব্যাচেলার’। এর পর কপিল জানতে চান, ভিড়ের মধ্যে থাকা ওই মেয়েটিকে শ্রেয়স সনাক্ত করার চেষ্টা করেছেন কিনা, বা ক্যামেরাম্যানকে মেয়েটির অবস্থান সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছেন কিনা?
আরও পড়ুন: আপনি পরের ডিফেন্স মিনিস্টার হবেন! নিজের স্ট্রাইকরেট নিয়ে দলের মধ্যেই মস্করায় মাতলেন রাহুল- ভিডিয়ো
যার জবাবে শ্রেয়স কিন্তু আরও একটি মজাদার গল্প শোনান। তিনি বলেন, ‘যখন আমি প্রথম বছর আইপিএল খেলছিলাম, আমি একটি সুন্দরী মেয়েকে স্ট্যান্ডে বসে থাকতে দেখেছিলাম এবং আমি মেয়েটিকে হাত নেড়ে হ্যালো বলেছিলাম। এই তো কয়েক বছর আগেরই কথা। ম্যাচের পরে, আমি ফেসবুকে মেয়েটির মেসেজের জন্য অপেক্ষাও করছিলাম, এবং আমি ফেসবুকে চেক করেও দেখেছি। এটাই একমাত্র ঘটনা, যা আমার সঙ্গে ঘটেছে।’
আরও পড়ুন: ব্যাটাররা হতাশ করেছে- নিজে ১৯ রানে বোল্ড হয়ে, হারের জন্য ব্যাটিং লাইন-আপকেই দুষলেন শুভমন
এছাড়াও এই অনুষ্ঠানে চলাকালীন কপিল শর্মা দুজনের উদ্দেশ্যেই একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যে, টিম ইন্ডিয়ায় এমন কোন ক্রিকেটার রয়েছেন, যাঁর সঙ্গে ফোন স্পিকারে রেখে কথা বলা যায় না? জবাবে রোহিত শর্মা বললেন, ‘এই ক্রিকেটার আমি ছাড়া আর কেউ হতে পারে না।’
রোহিতের উত্তর শুনে কপিল শর্মার পাশাপাশি রোহিত স্ত্রী রিতিকাও হেসে ফেলেন এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যে একেবারে ভুল কিছু বলছেন না, সেই ব্যাপারেও সহমত পোষন করেন। এর পর শ্রেয়স আইয়ার বলেন, ‘আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি যে, কোনও একটা বাক্যে দু'একটা করে অশ্লীল শব্দ তো থাকবেই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র গালাগালিতেই ভর্তি থাকে।’ শ্রেয়সের এই কথা শুনে রোহিত শর্মা কার্যত হেসে গড়িয়ে পড়েন।