সিডনিতে পঞ্চম টেস্টে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। মেলবোর্নে হেরে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে রোহিতরা। তারই মাঝে বর্ষবরণ উপলক্ষ্যে আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল শুভমন গিল, সরফরাজ খান, ঋষভ পন্ত, হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে সিডনি হারবার ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন তাঁরা। এই দেখেই বেজায় চটেছেন নেটিজেনরা। মরণ-বাঁচন পঞ্চম টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে। তার আগে ২০২৫-কে স্বাগত জানাতে মজায় মেতে উঠলেন এই তরুণ ভারতীয় ক্রিকেটাররা।
এমনিতেই অস্ট্রেলিয়ায় আমাদের আগে বর্ষবরণ করা হয়। সিডনির হারবার ব্রিজে প্রচুর মানুষ জমা হয় নতুন বছরকে স্বাগত জানাতে। আতশবাজির রোশনাইয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে সিডনি হারবার ব্রিজ। এখনও পর্যন্ত সরফরাজ খানের তরফে ছবি এবং ভিডিয়োগুলি পোস্ট করা হয়। তবে এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।
ভারতীয় ক্রিকেটারদের এই বর্ষবরণের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন মেলবোর্নে এরকমভাবে হারের পর আনন্দে মেতে উঠছেন কীভাবে ক্রিকেটাররা। অনেকে আবার বলছেন, যেখানে দল এই ভাবে হারছে, নিজেরা পারফরম্যান্স করতে পারছেন না, তখন এই ভাবে নতুন বছর উদযাপন করতে লজ্জা লাগা দরকার।
তবে অনেকেই আবার ভিন্ন মত পোষণ করেছেন। সবার জীবনেই আনন্দের প্রয়োজন রয়েছে। হারার ফলে মাসিকভাবে বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটাররা। তাই একটু মজায় মাতলে তাতে কোনও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বলেই মনে করছেন অনেক ক্রিকেটপ্রেমী। পোস্টের নিচে কমেন্ট করে অনেকেই ভারতীয় ক্রিকেটারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ভারত বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখনও পর্যন্ত শুধু পার্থে ২৯৫ রানে জয় লাভ করেছিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে এবং মেলবোর্নে জয় লাভ করে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছিল। শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। মেলবোর্নে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু তা তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে একমাত্র ব্যাট হাতে ভালো খেলেন যশস্বী জসওয়াল (৮৪)।