নিঃসন্দেহে বর্তমান আইপিএল দলগুলির মধ্যে অন্যতম চর্চিত মুখ রিঙ্কু সিং। নিজের ব্যাটে অসাধারণ পারফরমেন্সের সৌজন্যেই তিনি চর্চার বিষয়। ২০২৩ সালে এক ওভারে যশ দয়ালকে পাঁচটা ছয় মেরে, ম্যাচ জিতিয়ে নায়ক বনে গেছিলেন। রাসেল, নারিন, বাটলার, মিলারদের আইপিএলে এক ভারতীয় তারকাও যে আছেন, যিনি শক্তির দিক থেকে বড় বড় বিদেশি তারকাকেও পিছনে ফেলে দিতে পারেন সেটা প্রমাণ করে দিয়েছিলেন ছোটখাটো চেহারার উত্তর প্রদেশের ছেলে রিঙ্কু। নাইট রাইডার্সে রয়েছেন বহুদিন। কিন্তু ২০২৩ সালের আগে পর্যন্ত কখনও ব্যাট হাতে সেরকম দাপট দেখাতে পারেননি। টুকটাক ছোট ক্যামিও এলেও, গুজরাটের বিপক্ষে ম্যাচটাই বদলে দিয়েছে তাঁর জীবন।
এখন যেখানেই যান, তাঁকে স্নেহ করেন সকলে। কদিন আগেই বিরাট কোহলির থেকে দ্বিতীয়বার ব্যাট চেয়েছিলেন রিঙ্কু। প্রথমবার ব্যাট ভেঙে ফেলার পর কোহলির কাছে ফের ব্যাটের আবদার করেছিলেন সাধাসিধে ছেলেটি। কোহলিও কাউকে ফেরাননা, তিনি দ্বিতীয়বার রিঙ্কুকে ব্যাট উপহার দিয়েছিলেন। এবার তাঁর হাতে করা ট্যাটুর রহস্য উদঘাটন করল কলকাতা নাইট রাইডার্সের সোশাল নেটওয়ার্কিং টিম। সৌজন্য কেকেআরে দেওয়া রিঙ্কুর সাক্ষাৎকার।
আরও পড়ুন-IPL 2024- কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর
রিঙ্কু সিংকে ২০১৮ সালে প্রথমবার দলে নেয় কেকেআর। সেবার ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৯ রান। এরপর আরও দুই বছর ১০০ রানের গণ্ডি আইপিএলে টপকাতে পারেননি নাইটদের এই বিধ্বংসী ব্যাটার। ২০২২ সালে ৭ ম্যাচে করেছিলেন ১৭৪ রান। এরপর গতবছর অনবদ্য ছন্দে ছিলেন এই ক্রিকেটার। ১৪ ম্যাচে করেন ৪৭৪ রান। স্ট্রাইক রেট প্রায় ১৫০। এবারের আইপিএলে খুব বেশি বল খেলার সুযোগ পাননি। তাই তাঁর নামের পাশে রয়েছে মাত্র ১১২ রান। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের সোশাল নেটওয়ার্কিং সাইটে এক সাক্ষাৎকার দিয়েছেন রিঙ্কু। তাঁর ব্যাটিং স্কিলের পাশাপাশি তাঁর হাতের ট্যাটু বেশ মনে ধরেছে দলের ক্রিকেটারদের। হাতে আঁকা রয়েছে একটি ঘড়ি, তাতে সময় দেখা যাচ্ছে ২.২০। কিন্তু হঠাৎ কেন এমন ট্যাটু? রহস্য ফাঁস করলেন রিঙ্কু নিজেই।
আরও পড়ুন-IPL 2024-পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য করতে পারল না মুম্বই
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল তাঁকে নিয়েছিল ঠিক এই সময়। অর্থাৎ ২টো বেজে ২০ মিনিটে। সেবার সকাল থেকে নিলাম পর্ব চললেও দুপুরে তাঁর নাম ওঠে। সেখানেই তাঁকে দলে নেয় কেকেআর। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। নাইটদের জার্সি গায়ে চাপিয়ে গোটা বিশ্বের কাছে নিজেকে চিনিয়েছেন, এরপর ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। তাই হাতে সেই বিশেষ মূহূর্তকেই ট্যাটুর মধ্য দিয়ে এঁকে রাখিয়েছেন রিঙ্কু।
আরও পড়ুন-তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোতির
সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। আপাতত লিগ টেবিলে ভালো জায়গায় থাকলেও বোলারদের বাজে পারফরমেন্স চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। পঞ্জাব ম্যাচ হারের পর দিল্লি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে নাইটরা।