আইপিএলের ভরা বাজারে ভারতের অন্য একটি টি-২০ লিগের দামামা বেজে গেল। তারকাখচিত সেই টি-২০ লিগে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়ছে ক্রমশ। আসলে যে সব ক্রিকেটাররা মাঠে নামবেন টুর্নামেন্টে, তাঁদের অনেকেই আইপিএলে তো বটেই, এমনকি টিম ইন্ডিয়ার হয়েও চমক দেখিয়েছেন এবং দেখাচ্ছেন।
আইপিএল ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। ঠিক তার পর দিন থেকেই শুরু হবে মুম্বই টি-২০ লিগ। যদিও এই প্রথমবার নয়, বরং আগে দু'বার অনুষ্ঠিত হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ঘরোয়া টি-২০ লিগ। তবে ২০১৯ সালে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের পরে করোনার জন্য স্থগিত ছিল টি-২০ মুম্বই লিগ। অবশেষে দীর্ঘ ৬ বছর পরে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্ট।
উল্লেখযোগ্য বিষয় হল, এবছর টি-২০ মুম্বই লিগের জন্য আইকন প্লেয়ার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়াররা। যদিও তালিকায় রোহিত শর্মার নাম অনুপস্থিত। আট দলের টুর্নামেন্টে বাকি ৫ জন আইকন প্লেয়ার হলেন সরফরাজ খান, পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, শিবম দুবে ও তুষার দেশপান্ডে।
টুর্নামেন্টের আটজন আইকন প্লেয়ারই ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছেন এবং আটজনেরই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। অবশ্য পৃথ্বী শ ও সরফরাজ খান আইপিএল ২০২৫-এ মাঠে নামার সুযোগ পাননি। গত মেগা নিলামে তাঁরা দল পাননি। শার্দুল ঠাকুরও আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত ছিলেন। তবে তিনি পরবর্তী সময়ে পরিবর্ত ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন।
বাকিদের মধ্যে সূর্যকুমার যাদব যথারীতি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামছেন। শ্রেয়স আইয়ার নেতৃত্ব দিচ্ছেন পঞ্জাব কিংসকে। অজিঙ্কা রাহানে কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন। শিবম দুবে চেন্নাই সুপার কিংস ও তুষার দেশপান্ডে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ২০২৫-এ মাঠে নামছেন।
কবে শুরু হবে টি-২০ মুম্বই লিগ
আগামী ২৬ মে শুরু হবে টি-২০ মুম্বই লিগের নতুন মরশুম। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৮ জুন। টি-২০ মুম্বই লিগের ম্যাচগুলি খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
টুর্নামেন্টে কোন কোন দল মাঠে নামবে
এবছর টি-২০ মুম্বই লিগে মোট ৮টি দল অংশ নেবে। এই ৮টি দল হল, নর্থ মুম্বই প্যান্থার্স, আর্কস আন্ধেরি, ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট, নমো বান্দ্রা ব্লাস্টার্স, ঈগল থানে স্ট্রাইকার্স, আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস, সোবো মুম্বই ফ্যালকনস ও মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস।