শুভব্রত মুখার্জি:- সেপ্টেম্বর মাসে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। শ্রীলঙ্কা সফর শেষ করার পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় দীর্ঘ দেড় মাসের ছুটি পেয়েছেন ভারতীয় তারকারা। এরপর দলীপ ট্রফি খেলে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুত হবেন তারা। এই দলীপ ট্রফির পারফরম্যান্সের উপর নির্ভর করতে পারে বাংলাদেশ সিরিজে জাতীয় দলে জায়গা পাওয়া বা না পাওয়া। দলীপ ট্রফিতে খেলতে নামার আগেই এবার প্রধান নির্বাচক অজিত আগরকরকে 'চ্যালেঞ্জ' ছুঁড়ে দিলেন স্পিনার সাই কিশোর। তাঁর স্পষ্ট বার্তা আমাকে টেস্ট ম্যাচে খেলান। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।
আরও পড়ুন… WCPL 2024: নাইট রাইডার্সে শুরু হল জেমিমা, শিখাদের নতুন ইনিংস! ঝুলনের কাঁধে বড় দায়িত্ব
৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। খেলা হবে দুটি জায়গায়। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। ভারতের ঘরোয়া ক্রিকেটে এই ট্রফির হাত ধরেই লাল বলের ফর্ম্যাটের অভিযান শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে যেমন ভারতের হয়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা খেলবেন তেমন খেলবেন নবীন প্রতিভাবান ক্রিকেটাররাও। এই ট্রফিতে পারফরম্যান্স ভারতীয় দলে বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তার আগেই প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাই কিশোর। ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে নিয়মিত খেলেন আর সাই কিশোর। ২০২৪ সালের আইপিএলের মরশুম চলাকালীন এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হন তিনি। গল্ফ খেলতে গিয়ে বাজেভাবে চোট পান তিনি।
আরও পড়ুন… IPL 2025: Kolkata Knight Riders রিটেন না করলে 'প্ল্যান বি' তৈরি করে রেখেছেন রিঙ্কু সিং?
গত এপ্রিল মাসে গুজরাট টাইটানস হয়ে আইপিএলে খেলেন সাই কিশোর।পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ছিল তাঁর। ৩৩ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট।ম্যাচ জেতানো বোলিং স্পেল করেছিলেন তিনি। এরপর পুরোপুরি ফিট না হয়েও তিনি তামিলনাড়ু প্রিমিয়র লিগে খেলেন। যেখানে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে তিনি খেলেন। এরপর বুচি বাবু টুর্নামেন্টেও খেলেছেন তিনি। দলীপ ট্রফিতে তিনি খেলবেন টিম-বি'র হয়ে। যেখানে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার এবং ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন… ভিডিয়ো: সারা জীবনের....কান্না ভুলে রাখিতে ভাইয়ের সঙ্গে আনন্দে মেতে উঠলেন ভিনেশ ফোগাট
বিষয়টি নিয়ে বলতে গিয়ে সাই কিশোর জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে খুব আত্মবিশ্বাসী। আমি ব্লকে যেভাবে অনুশীলন করছি বা করেছি, যা আগে কখনও করিনি। আমি আর কখনও নিজেকে এমন অনুশীলন করতে দেখিনি। আমি এই মুহূর্তে দেশের সেরা স্পিনার। আমাকে টেস্ট ম্যাচে খেলাও। আমি সম্পূর্ণভাবে তৈরি রয়েছি। আমি তাই কোনও কিছুতেই ভয় পাচ্ছি না। আমি এর আগে কোনও দিন রবীন্দ্র জাদেজার সঙ্গে একসঙ্গে খেলিনি। ফলে আমার কাছে এটা দারুন একটা অভিজ্ঞতার বিষয়। আশা করছি অনেক কিছু আমি শিখতে পারব।’