হাইপ্রোফাইল ম্যাচ। আর তাতে কমপক্ষে তিনটি ক্যাচ ফস্কে দিল পাকিস্তান। একটি ওভারে তো দুটি ক্যাচ ধরতে পারেননি বাবর আজমদের সতীর্থরা। এমনই পরিস্থিতি যে পাকিস্তানের ক্যাচ ফস্কানোর বহর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গায় ভারতীয় নেটিজেনরাও ট্রোল করতে শুরু করে দেন। ভাইরাল হয়ে যায় অসংখ্য মিম। তবে শুধুমাত্র পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে নয়, ঋষভ পন্তকে নিয়েও অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। কারণ তাঁর তিনটি ক্যাচ ফেলেছে পাকিস্তান। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথায় রেশ ধরে নেটিজেনরা বলতে শুরু করেন যে 'সত্যিই, পন্ত যখন ক্রিজে থাকেন, তখন দু'দলেরই হার্ট-অ্যাটাক করিয়ে দেয়। যে দলের হয়ে খেলেন, সেই দলের। আর যে দলের বিরুদ্ধে খেলেন, সেই দলের।' তবে তারপর অবশ্য শুধু ভারতীয় দলেরই হার্ট-অ্যাটাক হয়েছে। কারণ জঘন্য ব্যাটিংয়ের কারণে মাত্র ১১৯ রানে অল-আউট হয়ে গিয়েছে।
পাকিস্তানের প্রথম ক্যাচ ফস্কানো
ষষ্ঠ ওভারের প্রথম বলে কঠিন সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। মহম্মদ আমিরের বলটা পন্তের ব্যাটের কাণায় লেগে স্লিপের দিকে উড়ে যায়। ইফতিকার আহমেদ নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েন। তবে তিনি ক্যাচটা ধরতে পারেননি। খুব একটা সহজ সুযোগ না হলেও সেটাকে ক্যাচ ফস্কানো হিসেবেই বিবেচনা করছেন অনেকে। যে বলে চার রান হয়ে যায়।
পরের বলে আরও ২ বার ক্যাচ ফস্কায় পাকিস্তান
আমিরের ওভারের দ্বিতীয় বলে পন্তের ক্যাচ ফেলে দেন উসমান খান। লেগসাইডের উপর দিয়ে মারতে গিয়ে বলটা ব্যাটের উপরের দিকে লেগে শূন্যে উঠে যায়। দৌড়ে ক্যাচটা ধরার চেষ্টা করেন উসমান। কিন্তু ধরতে পারেননি। দৌড়ে তিন রান নেন পন্ত। তারপর নবম ওভারে আরও একটি ক্যাচ ফস্কে দেয় পাকিস্তান।
মিমের ছড়াছড়ি
পাকিস্তানের ক্যাচ মিসের সেই ধারা দেখে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ফিল্ডিংয়ের তুমুল সমালোচনা করেন ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠান। তিনি বলেন, 'পাকিস্তান টিমের ফিল্ডিং একেবারে ভয়াবহ। ক্রিকেটের আবিষ্কারের সময় থেকে সেটা পালটায়নি।' যদিও পরবর্তীতে অবশ্য কোনও ক্যাচ ফস্কায়নি পাকিস্তান। বরং যথেষ্ট ভালো ফিল্ডিং করেছে।
তারপরও ভরাডুবি ভারতের
পাকিস্তান তিনটি ক্যাচ ফস্কে ‘উপহার’ দেওয়ার পরও ১১৯ রানে অল-আউট হয়ে গিয়েছে ভারত। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি। অথচ একটা সময় ১১.১ ওভারে ভারতের স্কোর ছিল তিন উইকেটে ৮৯ রান। সেখানে ১১৯ রানে অল-আউট হয়ে গিয়েছে। অর্থাৎ ৩০ রানে শেষ সাতটি উইকেট হারিয়েছে ভারত। আর সেটা পাকিস্তানের কৃতিত্বে হয়েছে, তা মোটেও নয়। বরং ভারতীয় ব্যাটাররা অত্যন্ত বাজেভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।