খেলার মাঠে মৃত্যুর ঘটনা নতুন নয়। ক্রিকেটের ময়দানেও এমন মর্মান্তিক ছবি দেখা গিয়েছে একাধিকবার। এবার টি-২০ বিশ্বকাপের আবহে ফের একবার নিতান্ত বিষাদময় ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। এবার খেলতে খেলতে প্রাণ গেল মহারাষ্ট্রের এক স্থানীয় ক্রিকেটারের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো, যা হৃয়বিদারক সন্দেহ নেই। মহারাষ্ট্রের থানের মীরা রোড এলাকার স্থানীয় আন্ডার আর্ম বক্স ক্রিকেট টুর্নামেন্টে ঘটে এমন দুঃখজনক ঘটনা। ভিডিয়োয় দেখা যায় গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা বাড়িয়ে দুরন্ত দক্ষতায় বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান।
আম্পায়ার ছক্কার সংকেত দেন সঙ্গে সঙ্গেই। তবে পরের বল খেলার জন্য যখন তৈরি হচ্ছিলেন ব্যাটার, তখন আচমকাই পিচের উপর পড়ে যান তিনি। সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি দৌড়ে যান ব্যাটারের কাছে। তাঁরা প্রাথমিক শুশ্রূষার চেষ্টাও করেন। তবে কোনও সাড়া মেলেনি ব্যাটারের। সহ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।
ব্যাটারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ব্যাটারের, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে তাপপ্রবাহের ফলে হিট-স্ট্রোকই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ি হতে পারে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুলিশের তরফেও এখনও মৃত্যুর নিশ্চিত কোনও কারণ জানানো হয়নি। এমনকি মৃত ব্যক্তির পরিচয়ও এখনও জানানো হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা জারি রয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
গত জানুয়ারিতে নয়ডায় ক্রিকেট খেলতে খেলতে এভাবেই আচমকা মাঠে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল একজনের। জানুয়ারিতেই মুম্বইয়ে পাশাপাশি ২টি ম্যাচ চলার সময় অন্য ম্যাচের বল লেগে মৃত্যু হয় এক ফিল্ডারের। ফেব্রুয়ারিতে কর্ণাটকের এক ক্রিকেটারের মৃত্যু হয় হৃদরোগে। থানের মীরা রোডের এই ঘটনা সেই তালিকায় আরও একটি সংযোজন।
আন্তর্জাতিক ক্রিকেটেও মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। তবে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়ে যায় অজি তারকা ফিল হিউজের মৃত্যুর ঘটনা। ২০১৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন শন অ্যাবটের বাউন্সারে বল গিয়ে লাগে হিউজের মাথার পিছন দিকে। সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনার তিন দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর।