সিডনিতে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না এই অলরাউন্ডার। তিনি ৪টি টেস্টের ৭ ইনিংসে ব্যাট করে ৭৩ রান করেছেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ৪৭। সেই সঙ্গে ৬ ইনিংসে বল করে নিয়েছেন মাত্র ৩টি উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ১২ রানে ২ উইকেট। মিচেল মার্শের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বিউ ওয়েবস্টার। শুক্রবারই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল তাঁর। তবে এদিন মন জয় করলেন দল থেকে বাদ পড়া মিচেল মার্শ। মনের মধ্যে কোনও ক্ষোভ না রেখেই ওয়েবস্টার এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এই অজি ক্রিকেটার। জানালেন অভিনন্দন। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি। বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ টেস্ট ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। তারা যদি টেস্টটি জিততে বা ড্র করতে পারে তাহলে ২০১৪-১৫ সালের পর ফের একবার এই বর্ডার গাভাসকর ট্রফি নিজেদের দখলে করতে পারবে। সেই জন্য কোনও খামতি রাখতে চায়নি দলে। খারাপ ফর্মে থাকা মার্শকে বসাতে দুবার ভাবেনি ম্যানেজমেন্ট। প্রথমবার সুযোগ পেয়ে বেশ উৎসাহী ছিলেন বিউ ওয়েবস্টার। এদিন সিডনিতে উপস্থিত ছিল তাঁর পরিবার। ভিডিয়োতে দেখা যাচ্ছে ম্যাচ শুরুর আগে মাঠে জাতীয় দলের টুপি তুলে দেওয়া হয় ওয়েবস্টারের হাতে। সেখানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তখনি এক এক করে ওয়েবস্টারের পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানান মার্শ।
বিউ জানান যে তাঁকে এই সুখবরও মিচেল মার্শ জানিয়েছিলেন। ম্যাচের সময় এক সাক্ষাৎকারে তিনি জানান যে বৃহস্পতিবার তিনি প্রথমে প্র্যাকটিসে যাবেন না ভেবেছিলেন। তারপর দোনামোনা করে চলে যান। সেখানেই মিচেল মার্শ হাসতে হাসতে এসে বলেন এই খবরটি। যেভাবে মিচ আজ বিউ ও তাঁর পার্টনারের পরিবারের সঙ্গে কথা বলেন, তাতে অভিভূত ৩১ বছরের এই অলরাউন্ডার। তিনি বলেন যে এই কারণেই এতটা জনপ্রিয় মিচ মার্শ কারণ সবার জন্য ভাবেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবারই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল অস্ট্রেলিয়া। মার্শের বাদ পড়ার বিষয়টা নিয়ে অধিনায়ক কামিন্স বলেছিলেন, ‘অবশ্যই মিচি (মিচেল মার্শ) এই সিরিজে ভালো ফর্মে ছিল না। ও রান বা উইকেট কোনওটাই প্রত্যাশা মতো পায়নি। ওর বিশ্রামের প্রয়োজন রয়েছে।’ ওয়েবস্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিউ আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে। এটা মিচির জন্য একটা ধাক্কা, কারণ আমরা জানি ও দলের জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই মুহূর্তে বিউয়ের একটা সুযোগ পাওয়া উচিত।’
প্রসঙ্গত, মেলবোর্নে ১৮৪ রানে টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেড টেস্টেও ১০ উইকেটে জয় পেয়েছিল তারা। পার্থে প্রথম টেস্ট ম্যাচে ২৯৫ রানে জয় পেয়েছিল ভারত। শেষ টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে ছাড়ার পাত্র নয় অস্ট্রেলিয়া। তাদের সিরিজ পকেটে পুড়তে ড্রই যথেষ্ট।