Lionel Messi Goal- MLS-এ দুরন্ত গোল লিওর! ড্র করল ইন্টার মিয়ামি! টানা ৬ ম্যাচ অপরাজিত মেসির দল…
Updated: 29 Sep 2024, 06:34 PM IST Moinak Mitra 29 Sep 2024 lionel messi, inter miami, inter miami cf, charlotte fc vs inter miami, charlotte fc, messi, argentina, মেসি, লিওনেল, টিম, ইন্টার মিয়ামি, চারলট এফসি, এমএলএস, মেজর লিগ সকার, ফুটবল, MLS, আর্জেন্তিনা, লিওর, মেসির, দল, আর্জেন্তাইন, মার্কিন যুক্তরাষ্ট্রমেজর লিগ সকারের ম্যাচে দুরন্ত গোল করলেন লিওনেল মেসি। সেই সুবাদেই দলকে তিনি সমতায় ফেরালেন, হারা ম্যাচই ড্র করল ইন্টার মিয়ামি দল। চারলট এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মেসির দল। গোলের জন্য স্ট্রাইকাররা যখন দিশেহারা তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এলএমটেন। দলকে এনে দেন মুল্যবান পয়েন্ট। ম্যাচ ১-১ ড্র হল
পরবর্তী ফটো গ্যালারি