৭ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখতে মরিয়া কলকাতা, সম্মান বাঁচাতে নামবে চেন্নাই। ৭ মে (বুধবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেকেআরের ঘরের মাঠ, ইডেন গার্ডেন্সে।
অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর এখনও গাণিতিকভাবে প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে এবং শেষ দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবে তারা। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির সিএসকে ইতিমধ্যেই প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে, তবে তারা মরশুমের বাকি ম্যাচগুলো জিতে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইবে।
পিচ রিপোর্ট (ইডেন গার্ডেন্স)
২০২৫ সালের আইপিএলে ইডেন গার্ডেন্সে একাধিক ২০০+ রানের ইনিংস দেখা গিয়েছে। পিচ ব্যাটিং সহায়ক হলেও স্পিনারদেরও সাহায্য করতে পারে। প্রথম ইনিংসে গড় রান ২০৩। ফলে টস জিতলে প্রথমে ব্যাটিং করাই বুদ্ধিমানের কাজ হবে। এই মাঠে এবারের মরশুমে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে।
আবহাওয়ার রিপোর্ট (কলকাতা)
AccuWeather অনুযায়ী, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাচ শেষের দিকে তা কমে ২৮ ডিগ্রি হতে পারে। আর্দ্রতা ৭৭% থেকে ৮৬% এর মধ্যে ওঠানামা করবে। আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নগণ্য।
আরও পড়ুন … অপারেশন সিঁদুরের জেরে কি KKR vs CSK ম্যাচ স্থগিত হবে? কোন অঙ্কে প্লে-অফে উঠবে কলকাতা?
ইডেন গার্ডেন্সে আইপিএল পরিসংখ্যান দেখে নেওয়া যাক-
মোট ম্যাচ: ৯৯
প্রথমে ব্যাট করে জয়: ৪২
পরে ব্যাট করে জয়: ৫৬
ফল না পাওয়া ম্যাচ: ১
টাই ম্যাচ: ০
সর্বোচ্চ দলগত স্কোর: ২৬২
সর্বনিম্ন দলগত স্কোর: ৪৯
কেকেআর-এর পারফরম্যান্স (ইডেনে)
খেলা ম্যাচ: ৯৪
জয়: ৫৪
হার: ৩৯
সর্বোচ্চ স্কোর: ২৬১
সর্বনিম্ন স্কোর: ১০৮
আরও পড়ুন … আমি নির্বাচক নই… ভারতের ইংল্যান্ড সফরের আগে রোহিত-কোহলির দলে থাকা নিয়ে কী বললেন গম্ভীর?
চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স (ইডেনে)
খেলা ম্যাচ: ১২
জয়: ৬
হার: ৬
সর্বোচ্চ স্কোর: ২৩৫
সর্বনিম্ন স্কোর: ১১৪
দুই দলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস (CSK)-এর সম্ভাব্য একাদশ:
শায়খ রশিদ, আয়ুষ মাত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিভম দুবে, দীপক হুডা, এমএস ধোনি (অধিনায়ক), মাথিশা পাথিরানা, নূর আহমদ, অংশুল কাম্বোজ, খালিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর সম্ভাব্য একাদশ:
সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অংকৃশ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, অনুকুল রায়, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন … চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরেই রেফারিদের দিকে আঙুল তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক
হেড-টু-হেড পরিসংখ্যান
মোট ম্যাচ: ৩১
কেকেআর জয়: ১১
সিএসকে জয়: ১৯
ফলহীন: ১
টাই: ০