আইপিএলের সব থেকে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের মতো রোহিত শর্মাদের দলও পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এখন অবশ্য রোহিত শর্মা অধিনায়কত্ব করেননা, দলের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার কাঁধে। আপাতত তাঁদের আইপিএল ২০২৫ অভিযানের শুরুটাও ভালো হয়নি, কারণ মহেন্দ্র সিং ধোনির দলের কাছে খারাপভাবে হারতে হয়েছে তাঁদের।
আইপিএলের কোন দলে খেললে পাওয়া যায় সুবিধা?
যদিও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে আইপিএলের সব থেকে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা। স্রেফ আর্থিক কারণে নয়, আইপিএলে এমআইতে খেললে পাওয়া যায় অনেক বাড়তি সুবিধা, যা অন্যান্য কোনও দলে খেললে পাওয়া যায় না, সম্প্রতি এক পডকাস্টে গিয়ে সেকথাই জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার রমনদীপ সিং।
রমনদীপ সিং বর্তমানে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২০২২ সালে রমন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, খেলেছিলেন রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই সময় রোহিত কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিল সিএসকে ম্যাচে, সেকথা আগেই জানিয়েছেন এই মারকাটারি ব্যাটার। এবার আইপিএলের সময় এমআই ক্রিকেটাররা কোন কোন সুবিধা পান, তা নিয়েই মুখ খুললেন তিনি।
Indian Cricket- দলীপ ট্রফিতে ফিরছে পুরনো ফরম্যাট! ৪ দল নয়, এবছর খেলবে ৬ দলই! আসর বসছে বেঙ্গালুরুতে
মুম্বই ইন্ডিয়ান্সে প্রচুর সুবিধা
রমনদীপ সিং বলছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সে অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে। তাই দলের হয়ে ভালো খেললেও কেকেআরে যদি ভালো খেলা যায়, তাহলে সেটা বেশি চোখে পড়ে। কিন্তু এমআইতে সেটা তুলনামুলকভাবে কম। আর মুম্বইতে খেললে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন বিমানবন্দরে গেলে বোর্ডিং পাস, চেকিংয়ের যা সব ফরম্যালিটি থাকে, ক্রিকেটারদের আলাদাভাবে তা করতে হয় না। কারণ সবই আগে থেকে করা থাকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ’।
১০ কোটির প্রস্তাব নাচক করেন রমনদীপ
এরপর রমনদীপ জানান, তাঁকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় ১০ কোটি টাকার প্রস্তাব এসেছিল, কিন্তু কেকেআর যেহেতু তাঁর তৈরির সময় পাশে দাঁড়িয়েছিল, তাই তিনি বাকিদের সেই প্রস্তাবকে নাচক করে দেন এবং নাইট রাইডার্সের হয়েই এবারে খেলার সিদ্ধান্ত নেন। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাকে রিটেন করেছিল নিলামের আগে। গতবার তিনি করেন ১২৫ রান, তবে স্ট্রাইক রেট ছিল ১০০র ওপরে।