
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
স্কটল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজকে রেকর্ড গড়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে ব্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভারে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া যেমন দলগত বিশ্বরেকর্ড গড়ে। ঠিক তেমনই পাওয়ার প্লে-র মধ্যে সব থেকে বেশি ব্যক্তিগত রানের সর্বকালীন নজির গড়েন ট্র্যাভিস হেড।
এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে কম বলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন জোশ ইংলিস। তিনি ভেঙে দেন প্রাক্তন অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ও নিজেরই গড়া যুগ্ম নজির।
শুক্রবার এডিনবার্গে স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অজিরা। মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ট্র্য়াভিস হেডের উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে ক্রিজে ঝড় তোলেন জোশ ইংলিস। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ইংলিস ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান মাত্র ৪৩ বলে। সাহায্য নেন ৭টি চার ও ৭টি ছক্কার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও অজি ব্যাটারের এটিই দ্রুততম শতরানের সর্বকালীন নজির।
এর আগে ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে টি-২০ সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ। জোশ ইংলিস ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে টি-২০ শতরান করেন। গ্লেন ম্যাক্সওয়েলও ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি করেন।
স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ইংলিস ৪৯ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ২৯ বলে ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
২০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। তিনি ১টি ছক্কা মারেন। ৭ বলে ১৭ রান করে নট-আউট থাকেন টিম ডেভিড। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১৬ বলে ১৬ রান করেন। তিনি ৩টি চার মারেন। শূন্য রানে আউট হন ট্র্যাভিস হেড।
স্কটল্যান্ডের হয়ে ব্র্য়াড কুরি ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ক্রিস সোল।
৳7,777 IPL 2025 Sports Bonus