আইপিএল কি বিদেশে চলে যাবে? শুরু হয়েছিল জোর জল্পনা। লোকসভা ভোটের জন্য অর্ধেক আইপিএল বিদেশে চলে যেতে পারে বলে হঠাৎ করেই গুজব ছড়িয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল যে, সাত পর্বে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের কারণে ২০২৪ আইপিএলের আসর সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হতে পারে। তবে ভারতীয় ক্রিকেট ভক্তরা নিশ্চিন্ত হতে পারেন। ২০২৪ আইপিএল পুরোটাই ভারতেই হবে। বিসিসিআই সচিব জয় শাহ শনিবারই স্পষ্ট করে বলে দিয়েছেন যে, এত জল্পনার কোনও কারণই নেই। এবারের আইপিএল টুর্নামেন্টের গোটা মরশুমই ভারতেই আয়োজন করা হবে।
শনিবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও এই জল্পনাকে উড়িয়ে। তিনি পিটিআই-কে বলেছেন, ‘আইপিএল কোথাও স্থানান্তরিত করা হচ্ছে না। আমরা শীঘ্রই বাকি খেলার দিন ঘোষণা করে দেব।’
আরও পড়ুন: T20I-তে সেরা বোলিং পরিসংখ্যানের নজির গড়লেন রশিদ, ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড
এবারের আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। পিটিআই-কে জয় শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, ২০২৪ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগও ভারতেই আয়োজন করা হবে। ঠিক যেমনটি ২০১৯ সালে হয়েছিল, আগের লোকসভা নির্বাচনের বছর। তারা শুধু নির্বাচন কমিশনের ভোটের তারিখ ঘোষণার অপেক্ষায় ছিল। এবার ভোটের দিন ঠিক হয়ে যাওয়ায়, বিসিসিআই বাকি সূচিও তৈরি করে ফেলবে। আপাতত ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে আসন্ন আইপিএল টুর্নামেন্টে প্রথম ২১টি ম্যাচেরই সূচি জারি করা হয়েছে।
আরও পড়ুন: IPL-এর সার্কাসে আসতে পারব ভেবে উত্তেজিত লাগছে, বললেন টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়ার স্টার্ক
জয় শাহ বলেছেন, ‘না, আইপিএল বিদেশে হবে না। ভারতেই হবে।’ জয় আরও জানিয়েছেন, ভোটের দিন ঘোষণা হওয়ায় এ বার বৈঠকে বসে আইপিএলে বাকি সূচি ঠিক করবেন তাঁরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সূচি করা হবে। কিন্তু প্রতিযোগিতা ভারতেই হবে। বিদেশে কোনও ভাবেই আইপিএলের কোনও ম্যাচই হবে না। তাই নিশ্চিন্ত হতে পারেন ভারতের ক্রিকেট ভক্তরা। এখন শুধু বল গড়ানোর অপেক্ষা।
প্রসঙ্গত, শনিবার অর্থাৎ ১৬ মার্চ ভারতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এবারের লোকসভা নির্বাচন মোট সাত দফায় আয়োজন করা হবে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৫৪৩ আসনের নির্বাচন সম্পন্ন হবে। ২২ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে একটা ফেজেই নির্বাচন আয়োজন করা হবে। যেহেতু নির্বাচনের দিনক্ষণ জানা হয়ে গিয়েছে, সেই বুঝেই এবার আইপিএলের বাকি সূচি তৈরি করা হবে।