বিশ্ববিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে আইপিএল-এর মূল্য পৌঁছে গিয়েছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার (অর্থাৎ, প্রায় ১,৫৮,০০০ কোটি ভারতীয় টাকা)।প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের স্ট্যান্ড-অ্যালোন ব্র্যান্ড ভ্যালুও গত এক বছরে ১৩.৮% বেড়ে পৌঁছেছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার-এ। বিসিসিআই চারটি অ্যাসোসিয়েট স্পনসরশিপ স্লট (My11Circle, Angel One, RuPay, এবং CEAT) বিক্রি করে আয় করেছে প্রাত ১,৪৮৫ কোটি টাকা, যা আগের চক্রের তুলনায় ২৫% বেশি। এছাড়াও, টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে— পাঁচ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২,৫০০ কোটি টাকা)।আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড মূল্যায়ন:১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) – ২০২৫ সালের চ্যাম্পিয়ন, এবার সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজির শিরোপা দখল করেছে। তাদের ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।২) মুম্বই ইন্ডিয়ান্স (MI) – দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার।৩) চেন্নাই সুপার কিংস (CSK) – এই বছর তারা তৃতীয় স্থানে নেমে গেছে, ব্র্যান্ড মূল্য ২৩৫ মিলিয়ন ডলার।৪) পঞ্জাব কিংস (PBKS) – বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধির হার তাদের, ৩৯.৬% বৃদ্ধিতে চমকপ্রদ উত্থান ঘটিয়েছে পঞ্জাব কিংস।রেকর্ড ভিউয়ারশিপ:২০২৫ সালের আইপিএল ফাইনাল ম্যাচটি JioCinema-এ ৬৭.৮ কোটিরও বেশি ভিউ পেয়েছে — এমনকি এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের থেকেও বেশি দেখা হয়েছে এই ম্যাচ!বিশ্লেষকের মন্তব্য:হুলিহান লোকি-র ফিনান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের ডিরেক্টর হর্ষ তালিকোটি বলেন, ‘আইপিএল ক্রীড়া ব্যবসার দুনিয়ায় একের পর এক নতুন মাইলস্টোন তৈরি করে চলেছে। ফ্র্যাঞ্চাইজিগুলির মূল্যায়ন বেড়েছে, মিডিয়া রাইটস চুক্তি রেকর্ড গড়েছে, এবং ব্র্যান্ড পার্টনারশিপও বহুমুখী খাতে ছড়িয়ে পড়েছে।’