শেষ পর্যন্ত গতি পেতে শুরু করেছে এশিয়া কাপ ২০২৫-এর প্রস্তুতি। আর সেইসঙ্গে উত্তেজনাও বাড়তে শুরু করেছে। কারণ, এক প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তান অর্থাৎ মাঠের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবারের এশিয়া কাপের আসরে একই গ্রুপে পড়তে চলেছে। Cricbuzz-এর এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং সেখানে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকতে পারে। জানা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হতে পারে। গ্রুপ পর্যায়, সুপার ফোর, এবং সম্ভব হলে ফাইনালেও।
এই এশিয়া কাপ হবে আট দলের একটি প্রতিযোগিতা, টি-২০ ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। এটি কার্যত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি পর্ব হিসেবেই বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যাতে গ্রুপ পর্বেই অন্তত একটি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত থাকে—এটি সেই ফর্ম্যাটেরই অংশ, যা কার্যকর হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর থেকেই।
এই গ্রুপিংয়ের সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ভারত ও পাকিস্তানের ক্রিকেট এবং রাজনৈতিক সম্পর্ক যথেষ্ট টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। মাত্র কয়েক দিন আগেই, বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL)—একটি প্রাক্তন খেলোয়াড়দের প্রতিযোগিতা—তেও সেই উত্তেজনার ছায়া দেখা যায়। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচটি বাতিল হয়। যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান, শিখর ধাওয়ানসহ একাধিক তারকা খেলোয়াড় পাকিস্তানি প্রতিপক্ষদের সঙ্গে একই মাঠে নামতে অস্বীকার করেন, জনরোষের মুখে পড়ে।
এই ঘটনার পিছনে ছিল আরও বড় এক প্রেক্ষাপট—এপ্রিল মাসে পাহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার নেয়।
রিপোর্টে আরও বলা হয়েছে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর বৈঠকে টুর্নামেন্টের প্রায় সব দিক চূড়ান্ত হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, যাদের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক করা হয়েছে, তাদের দায়িত্বে পড়েছে চূড়ান্ত সূচি তৈরি করে ACC প্ল্যাটফর্মে ঘোষণা করার, যা এই সপ্তাহের মধ্যেই করা হতে পারে।
আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। যদিও কিছু লজিস্টিক বিষয় এখনও চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের সময়সূচি অপরিবর্তিত থাকছে। দুবাই ও আবুধাবিতেই হবে টুর্নামেন্টের সব ১৯টি ম্যাচ।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে বিরাট কোহলির শতরানের ওপর ভর করে ভারত ছয় উইকেটে জয় পায় দুবাইয়ে। ভারত পরে সেই টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল।