০ রানে ২ উইকেট দিয়ে শুরু হয়েছিল ওল্ড ট্রাফর্ডে ভারতের দ্বিতীয় ইনিংস। ম্যাচের শেষে ভারতের স্কোর, পঞ্চমদিনের অন্তিম লগ্নে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫। এই রুদ্ধশ্বাস দ্বিতীয় ইনিংসটি পর পর নাটকীয় মুহূর্তে ঠাসা। শুরুর দিক থেকে যে ইনিংসকে তিলে তিলে গড়ে তোলেন অধিনায়ক শুভমন গিল ও কে এল রাহুল, সেই ইনিংসের সৌন্দর্য এক চুলও ম্লান হতে দেননি যোদ্ধা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দররা। দ্বিতীয় ইনিংস শেষে তিন ভারতের তিন ব্যাটারের দখলে রইল সেঞ্চুরি।
ম্যাচের একটা সময়ে এসে ইংল্যান্ডের তরফে ‘ড্র’র সপক্ষে প্রস্তাব দেওয়া হয়। ক্রিজে তখন জাদেজা ও সুন্দর। ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার 'করমর্দন' (ড্রর প্রতীকী) র জন্য চাপ বাড়াতে থাকেন জাদেদার ওপর। তবে গুজরাটের ভূমিপুত্র সেসব বার্তাকে পাত্তাই দেননি। রবীন্দ্র জাদেজা তখন ৯০ পার স্কোরে। এরপর এগোতে থাকে খেলা। সোজা হাঁকান ছক্কা। বাউন্ডারি পার করে ১৮২ বলে সেঞ্চুরি নিজের দখলে রাখেন 'স্যার' জাদেজা। চেনা মেজাজে তলোয়ারের মতো ব্যাট ঘুরিয়ে করলেন উদযাপন। পর পর ইনিংসে অর্ধশতরানের পর ম্যানচেস্টারে এল জাদেজার লড়াকু ১০০। এদিকে, ক্রিজের উল্টো দিকে তখন ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার এই তামিলনাড়ুর ভূমিপুত্র তখন সেঞ্চুরির দোরগোড়ায়। এরপরই আসে কাঙ্খিত মুহূর্ত। সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন। রবিবাসরীয় ওল্ড ট্রাফোর্ড জুড়ে তখন করতালি। এরপর করমর্দনের দিকে এগিয়ে যান ভরতের দুই লড়াকু ব্যাটার। ম্যাচ ড্র হয়। যে ম্যাচ কার্যত ইংরেজদের প্রথম ইনিংস পর্যন্ত এবং ভারতের দ্বিতীয় ইনিংসের শুরু পর্যন্তও বেন স্টোকসদের পকেটে ছিল, তা কার্যত স্টোকস বাহিনীর পকেট থেকে বের করে নিয়েছে গিলের ভারত। পর পর রত্নখচিত সেঞ্চুরির কারিগরি দিয়ে ঠাসা এই গোটা ইনিংসে গিলের এই যুব দল সিরিজ এখনও জিইয়ে রাখল। আপাতত অ্যান্ডারসন-তেন্ডুলকার সিরিজে দুটি ম্যাচে জিতে এগিয়ে ইংল্যান্ড। একটি ম্যাচে জয় ভারতের,আরেকটা ড্র।নজর এবার শেষ টেস্টের দিকে।
এদিকে, ভারতের রুদ্ধশ্বাস দ্বিতীয় ইনিংসে ৪র পর একটিও উইকেট ফেলতে পারেনি জোফ্রা আর্চার বাহিনী। ইংরেজ বোলােরদের ঘিরে শারীরিক ও মানসিক ক্লান্তিও কি ইংরেজ ক্যাপ্টেনকে ভাবিয়েছে? একটা সময় ইংল্যান্ডের তরফে ড্র-র প্রস্তাব আসে। সায় দেয়নি গিলের ভারত। একটা সময় হ্যারি ব্রুকেরও হাতে বল তুলে দেন স্টোকস। স্টোকসদের মঠোয় থাকা ম্যাচে কার্যত ইংল্যান্ডকে তাড়িয়ে নিয়ে দুরমুশ করেছে ভারতের এই যুব টিম! আর সেই সূত্র ধরেই স্টোকসদের বিজয় রথকে থমকে দিল ‘প্রিন্স’ গিলের ভারত। আর আরও একবার 'সুন্দর' মেজাজ সঙ্গে নিয়ে যোদ্ধা জাদেজারা প্রমাণ করলেন, শেষ বল পর্যন্ত লড়াই করার দম রাখে এই টেস্ট টিম!ম্যাচের স্কোল ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৬৯, ভারত প্রথম ইনিংসে ৩৫৮ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫।