এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান আজ সুপার-৪ ম্যাচে মাঠে নামবে দুবাইতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে দলে বেশ কয়েকটা বদল করেছিল ভারত। এদিকে সেই ম্যাচে ভারত জিতলেও সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের জুটির সামনে বেশ কিছু প্রশ্ন উঠে আসে এই ম্যাচে। ওপেনিংয়ে শুভমন গিল পরপর ব্যর্থ হয়েছেন। এদিকে বোলিং বিভাগেও ভারত সেভাবে দাগ কাটতে পারেনি আবুধাবিতে। এই আবহে আজকের ম্যাচে ভারতীয় প্লেয়িং ইলেভেনে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে। (আরও পড়ুন: অনুশীলন চলাকালীন ভারতীয়দের খোঁচাতে '৬-০' বলে চেঁচালেন পাকিস্তানি ক্রিকেটাররা)
আরও পড়ুন: পরবর্তী BCCI সভাপতি পদে বড় চমক, সৌরভ নন, গদিতে বসবেন মিঠুন, দাবি রিপোর্টে
ওমানের বিপক্ষে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন অক্ষর প্যাটেল। তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। চোটের পর মাঠের বাইরে চলে যান তিনি। অক্ষর ওমানের বিরুদ্ধে মাত্র ১ ওভার বোলিং করেছিলেন। এদিকে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেছিলেন তিনি। তবে অক্ষর প্যাটেলের চোট ততটাও গুরুতর নয় বলে জানা যায় কমেন্টেটরদের থেকে। তবে তিনি ছিটরে গেলে তাঁর জায়গায় অর্শদীপ সিং বা হর্ষিত রানাকে দলে রাখা হতে পারে। এই দুই খেলোয়াড়ই ওমানের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। তাঁদের মধ্যে হয়ত হর্ষিত কিছুটা এগিয়ে থাকবেন তাঁর ব্যাটিংয়ের জন্য। শেষের দিকে কিছু বড় শট মারার ক্ষমতা তাঁর রয়েছে। তবে সবটাই নির্ভর করবে অক্ষর সুস্থ কি না, তার ওপর। আর অক্ষর সুস্থ থাকলে হর্ষিত রানা বা অর্শদীপ কেউই হয়ত দলে থাকবেন না। এদিকে শনিবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেখানে শুভমন গিল, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মারা অংশ নিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, অনুশীলনের পরে শুভমনের সঙ্গে গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ কোটাক আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন। (আরও পড়ুন: অনুশীলন চলাকালীন ভারতীয়দের খোঁচাতে '৬-০' বলে চেঁচালেন পাকিস্তানি ক্রিকেটাররা)