চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বাজে ভাবে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজমের স্লো ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। এর পর আবার সকলকে অবাক করে দিয়ে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগের দিন আর্থাৎ শনিবার দলের সঙ্গে অনুশীলনেই এলেন না বাবর। তিনিই পাকিস্তানের একমাত্র প্লেয়ার, যিনি অনুশীলনে আসেননি। আর এই ঘটনায় নতুন করে জল্পনা তৈরি হয়, তবে কি বাবর অসুস্থ? ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না?
এদিকে ভারতের বিরুদ্ধে যে কোনও মূল্যে ম্যাচ জিততেই হবে, এমন ফতোয়া জারি করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর সাফ নির্দেশ, ‘যে কোনও মূল্যে জিততে হবে।’ আর এই পরিস্থিতিতে ম্যাচের আগের দিন অনুশীলনে বাবর আজমের অনুপস্থিতি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে পিসিবি চেয়ারম্যানের উপস্থিতিতে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ দলের প্র্যাকটিসের সাংবাদিকদের জানিয়েছেন, বাবর বিশ্রামে রয়েছেন। উদ্বেগের কোনও কারণ নেই।
তবে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের ৬০ রানে হারার পরেও কি তেতে ওঠেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক? ৯০ বলে ৬৪ রানের স্লো ইনিংস খেলে এমনিতেই কঠোর সমালোচনার মুখে, বাবর কি ঘুরে দাঁড়ানোর জন্য নিজে থেকে কোনও তাগিদ অনুভব করছেন না? এহেন বহু প্রশ্নই ঘোরাফেরা করছে।
ভারতের বিরুদ্ধে নামার আগের দিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের অনুশীলনে নাকভির উপস্থিতিই বুঝিয়ে দিচ্ছে, মহম্মদ রিজওয়ানরা কতটা চাপে রয়েছেন। টুর্নামেন্টের বেঁচে থাকার আশাটা এখন একটি সরু সুতোয় ঝুলছে। ভারতের কাছে হার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে যাওয়া। যে কারণে নাকভি প্লেয়ারদের উজ্জীবিত করতে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নিজেদের সবটুকু দিয়ে লড়াই করার কথা বলেছেন। নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই দাবি করেছে, নাকভি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, ভারতকে হারিয়ে সব সমালোচদের চুপ করিয়ে দিতে হবে।
আরও পড়ুন: গিলের শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি বলি দেন কেএল, যদি হার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
পাকিস্তানের অনুশীলনের জন্য ২ ঘণ্টা ধার্য ছিল। কিন্তু পিসিবি চেয়ারম্যান স্বয়ং দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান, কোচ আকিব জাভেদ এবং পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ সহ মূল খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাই অনুশীলন সেশনের সময় কমিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, পিসিবি প্রধান দলের নির্বাচন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন।
আরও পড়ুন: Champions Trophy-তে অভিষেকেই সেঞ্চুরি, ধাওয়ান-কোহলিকে ছাপিয়ে অনন্য নজির শুভমন গিলের
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে, নাকভি চাপের বিষয়টি উড়িয়ে দিয়ে দাবি করেন, ‘এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে। আমাদের দল পুরোপুরি প্রস্তুত, এবং আমার মতে, ওরা ভালো ফর্মে আছে। ওরা জিতুক বা হারুক, আমরা ওদের পাশে আছি।’
এদিকে শনিবার অনুশীলন না করলেও, রবিবার ম্যাচের দিন দুপুর ১২টার সময়ে গরমের মধ্যে অনুশীলন করতে দেখা যায় বাবর আজমকে। সঙ্গে ছিলেন ইমাম উল হক। দুপুর ১২টা নাগাদ গনগনে অনুশীলন করে কি খেসারত দিতে চাইছেন বাবর। গুগলে দুবাইয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস দেখালেও, রোদের তেজ অনেক বেশি বলে মনে হচ্ছে। এত রোদে