বাংলা নিউজ > ক্রিকেট > Virat's withdrawal from IND vs ENG test: রবিতে পুরোদমে অনুশীলন, পরদিন সকালে নেই, কাকপক্ষীও টের পায়নি বাড়ি ফিরছেন বিরাট
পরবর্তী খবর
Virat's withdrawal from IND vs ENG test: রবিতে পুরোদমে অনুশীলন, পরদিন সকালে নেই, কাকপক্ষীও টের পায়নি বাড়ি ফিরছেন বিরাট
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 02:05 PM ISTAyan Das
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। একেবারে শেষমুহূর্তে ব্যক্তিগত কারণে নাম তুলে নিলেন ভারতীয় তারকা। কিন্তু সেটা টের পায়নি কাকপক্ষীও। বরং রবিবার পুরো ছন্দে প্র্যাকটিস করেছিলেন। কিন্তু সোমবার আর প্র্যাকটিসে আসেননি।
ইংল্যান্ড সিরিজের দুটি টেস্ট থেকে নাম তুলে নিলেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রবিবার সকালেও হায়দরাবাদে একেবারে ট্রেডমার্ক স্টাইলে প্র্যাকটিস করেছিলেন। অনুশীলনের সময়ও যেরকম আগ্রাসন ঝরে পড়ে, সেরকমই দৃশ্য ধরা পড়েছিল ইন্ডোর প্র্যাকটিস সেশনে। মুখে-চোখে উদ্বেগের লেশমাত্র ধরা পড়েনি। কিন্তু সোমবার সকালে আচমকা প্র্যাকটিসে আসেননি। আর দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের প্রথম দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। কিন্তু রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে কী হল যে আচমকা প্রথম দুটি টেস্ট থেকে নাম তুলে নিলেন ভারতের তারকা ক্রিকেটার?
আপাতত সেই প্রশ্নের উত্তরটাই খুঁজছে ভারতীয় ক্রিকেট মহল। কারণ বিরাট এমন একজন খেলোয়াড়, যিনি নিশ্চিতভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য ভিতরে-ভিতরে ফুটছিলেন। বাড়তি অ্যাড্রিনালিনের ক্ষরণ হচ্ছিল। এই টেস্ট সিরিজের জন্য নিশ্চয়ই বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন। প্রস্তুতি সেরে রেখেছিলেন। শুধু তাই নয়, স্বেচ্ছায় কখনও টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেন না। তুলে নেন না নাম। শেষবার স্বেচ্ছায় বিরতি নিয়েছিলেন ২০২০-২১ সালে। প্রথম সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে খেলেননি। তাও সেটা করোনাভাইরাস মহামারীর সময় হয়েছিল। প্রচুর কড়াকড়ি ছিল। নাহলে হয়ত একটির বেশি টেস্ট থেকে বিরতি নিতেন না।
আর ঠিক বিষয়টাই ভাবাচ্ছে সংশ্লিষ্ট মহলকে। বিসিসিআইয়ের তরফেও যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে যেন কেমন উদ্ভট ব্যাপার আছে। বিষয়টা ঠিক ব্যাখ্যা করা যাবে না। কিন্তু কেমন যেন একটা ব্যাপার আছে। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। তিনি বলেছেন, দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টা সবসময় ওঁর কাছে প্রাধান্য পায়। কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতির কারণে তাঁকে যেতে হচ্ছে।’
সেইসঙ্গে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘এই সময় বিরাট কোহলির ব্যক্তিগত পরিসরকে সম্মান প্রদানের জন্য মিডিয়া এবং সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে বিসিসিআই। কোন ব্যক্তিগত কারণে (বিরাট ছুটি নিয়েছেন), সেটা নিয়ে কোনও কানাঘুষো করা থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছে ভারতীয় বোর্ড। ভারতীয় ক্রিকেট দলকে সমর্থনের উপর ফোকাস রাখা উচিত।’ অর্থাৎ পুরো বিষয়টা যাই হোক না কেন, সেটার প্রভাব এতটাই বেশি যে বিরাট পর্যন্ত টেস্ট থেকে নিজের নাম তুলে নিয়েছেন। আর তাই যাই হোক না কেন, আমরা আশা করছি যে বিরাট এবং তাঁর পরিবারের সবকিছু যেন ঠিকঠাক থাকে।