আসুন জেনে নেওয়া যাক কী অনন্য নজির ভারতীয় দল রাঁচিতে গড়েছে! লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে এক ইনিংসে ভারতের চার চারজন ব্যাটার 'আম্পায়ার্স কলে' আউট হয়েছেন। যে নজির টেস্ট ইতিহাসে আর কোন দলের নেই। ভারত প্রথম দল হিসেবে এই নজির গড়েছে। ক্রিকেটে ডিআরএস রিভিউতে রয়েছে এই 'আম্পায়ার্স কল'।
শুভমন গিলের আউটের আবেদন (ছবি-AP)
শুভব্রত মুখার্জি: চলতি রাঁচি টেস্টে ভারত না ইংল্যান্ড কোন দল জিতবে তা নিশ্চিত হয়ে যাবে সোমবারেই। ম্যাচের চতুর্থ দিনেই ফয়সালা হয়ে যাবে রাঁচিতেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে নাকি তা নির্ধারণ হবে ধর্মশালাতে। সিরিজে আপাতত ভারতীয় দল ২-১ ফলে লিড নিয়েছে। টেস্ট জিততে ইংল্যান্ড দলকে নিতে হবে দশ উইকেট। সেখানে ভারতকে করতে হবে ১৫২ রান। এদিন তৃতীয় দিনে প্রথম সেশনে ভারতীয় দল অল আউট হয়ে যায়। ঘড়িতে তখন ভারতীয় সময় ১১ টা ৪০ মিনিট। ভারত হারায় প্রথম ইনিংসে তাদের শেষ উইকেটটি। ধ্রুব জুরেল আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ঘটনাচক্রে এই ইনিংসেই ভারতীয় দল এমন একটি নজির গড়ে ফেলেছে যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর অন্য কোন দলের নেই।
কী সেই নজির? আসুন জেনে নেওয়া যাক কী অনন্য নজির ভারতীয় দল রাঁচিতে গড়েছে! লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে এক ইনিংসে ভারতের চার চারজন ব্যাটার 'আম্পায়ার্স কলে' আউট হয়েছেন। যে নজির টেস্ট ইতিহাসে আর কোন দলের নেই। ভারত প্রথম দল হিসেবে এই নজির গড়েছে। ক্রিকেটে ডিআরএস রিভিউতে রয়েছে এই 'আম্পায়ার্স কল'। আসলে টেকনোলজির ভুল ক্রুটি সবকিছুকে মাথায় রেখেই বল ট্র্যাকিং অর্থাৎ বলের গতিপথ অনুধাবন করার সময়ে 'মার্জিন অফ এরর' অর্থাৎ যেটুকু ভুল হতে পারে তা মাথায় রেখেই একটি গতিপথ অনুমান করা হয় যেখানেই আসে এই 'আম্পায়ার্স কল' বিষয়টি। ভারতের দুর্ভাগ্য তারা রাঁচিতে এক ইনিংসে চার চারবার এর শিকার হয়েছে।