আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ওয়ান ডে ক্রিকেট থেকে চমকে দেওয়া অবসর ঘোষণা করেন অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার মার্কাস স্টইনিস। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে ছিলেন। বাধ্য হয়েই ক্রিকেট অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টইনিসের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিতে হয়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অবসর নিলেন আরও এক অজি কিংবদন্তি। দাঁড়ি টানলেন ৫২ বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ারে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল চিরতরে তুলে রাখলেন নিজের কলম। চ্যাপেল খেলা ছাড়েন ১৯৮০ সালে। তবে কলমের মাধ্যমে ক্রিকেটবিশ্বে ছড়ি ঘোরানো জারি ছিল তাঁর। অবশেষে নিজের সাংবাদিকতা কেরিয়ারেও দাঁড়ি টানলেন ইয়ান।
২৩ ফেব্রুয়ারি রবিবার, অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচের দিনেই চ্যাপেল জানিয়ে দেন, তিনি শেষবার কলম ধরছেন ক্রিকেটপ্রেমীদের জন্য। সেদিনই ইএসপিএন-ক্রিকইনফোর হয়ে চ্যাপেন নিজেল শেষ কলাম লেখেন।
নিজের অবসরের কথা ঘোষণা করে চ্যাপেল জানান, ‘৫০ বছরেরও বেশি হয়ে গেল আমি লেখালিখি করছি। তবে এবার থামার সময় এসেছে এবং এটাই আমার শেষ কলাম। সাংবাদিকতা থেকে অবসর নেওয়াটা ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মতোই মনে হচ্ছে।’
ইয়ান পরক্ষণেই লেখেন, ‘খেলোয়ড় জীবনে আমি প্রাক্তন অজি অধিনায়ক রিচি বেনোকে জিজ্ঞাসা করেছিলাম যে, অবসর নেওয়া কঠিন সিদ্ধান্ত কিনা। ও বলে, না ইয়ান, সত্যি বলতে এটা খুব সহজ সিদ্ধান্ত। সঠিক সময়টা তুমি নিজেই বুঝতে পারবে।’
আরও পড়ুন:- কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামলেই 'ট্রিপল সেঞ্চুরি' কোহলির, ৬ ভারতীয়র রয়েছে এই নজির
নিজের সাংবাদিকতা কেরিয়ার নিয়ে ইয়ান লেখেন, ‘শত ধাক্কা সত্ত্বেও আমি কখনও ডেডলাইন মিস করিনি। বার দু’য়েক কাছাকাছি সময়ে পৌঁছে গিয়েছিলাম, তবে দেরি হয়নি। আমার স্ত্রী এক্ষেত্রে আমাকে সর্বদা উদ্বুদ্ধ করেছে এবং সেই সঙ্গে দুর্দান্ত সাব-এডিটরেরও কাজ করেছে। তবে এবার সময় এসেছে আমার কম্পিউটারের লেখনি বিভাগটা বন্ধ করার। যেহেতু লেখাটা আমার অন্যতম প্রিয় কাজ ছিল, তাই এটা মিস করব।'