আইপিএল (IPL 2025)-এ খাদের কিনারায় চলে গেল কলকাতা নাইট রাইডার্স। এবার গুজরাট টাইটান্সের কাছেও হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা ইডেন গার্ডেন্সে এবার ম্যাচ হারল নাইটরা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর এবার গুজরাটের কাছেও লজ্জার হার হারতে হল নাইটদের। ৩৯ রানে ম্যাচ জয় গিলের। বল হাতে দুরন্ত গুজরাটের প্রসিধ কৃষ্ণা, রাশিদ খানদের।
প্রথমে ব্যাট করে ১৯৮ করে Gujarat 'Titans
প্রথমে ব্যাট করতে নেমে এদিন গুজরাট টাইটান্স দল তোলে ৩ উইকেটে ১৯৮ রান। নরেন্দ্র মোদী স্টেডিয়াম যথেষ্ট বড় স্টেডিয়াম, তাই এই রানও যথেষ্ট ভালো স্কোর হিসেবেই গণ্য করা যায়। অবশ্য নাইট রাইডার্স অনেক কম রানেই তাঁদের আটকে দিতে পারত, যদি ফিল্ডিং একটু ভালো করতে পারত। হাতের ক্যাচও যেভাবে ছাড়লেন নাইটরা, তাতে এই ম্যাচে খারাপ ফলের জন্য ফিল্ডারদেরও দোষারোপ করা যেত।
একটুর জন্য শতরান মিস গিলের
শুভমন গিল অনেকদিন পর বেশ সুন্দর ছন্দে খেললেন। একটুর জন্য মিস করলেন শতরান, তবে তার মধ্যেই কেকেআরের যা ক্ষতি করার তিনি তা করে দেন। ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার সাই সুদর্শনও হাফ সেঞ্চুরি করেন। ৩৬ বলে ৬টি চার এবং একটি ছয়ে সাজানো ৫২ রানের ইনিংস খেলেন তিনি। গিল নিজের ইনিংসে মারেন ১০টি চার এবং তিনটি ছয়। দুই ওপেনার পার্টনারশিপে তোলেন ১১৪ রান।
বাটলারের ক্যাচ পরপর মিস Knight Riders-র
তবে গুজরাট টাইটান্সকে ২০০র কাছাকাছি নিয়ে যান জোস বাটলার। তিনি ২৩ বলে ৪১ রান করেন। মারেন ৮টি চার। এর মধ্যে হর্ষিত রানার বোলিংয়ে তিনি ছয় মারতে গিয়ে প্রায় হাতে ধরা দিয়ে দিয়েছিলেন বৈভব অরোরার, কিন্তু ক্যাচ মিস হয়। এরপর বরুণ চক্রবর্তীর বোলিংয়ে মণীশ পাণ্ডেও ক্যাচ মিস করতে বোঝা যায়, আজকের দিনটা হয়ত কেকেআরের নয়।
শুরুতেই ধাক্কা খায় KKR
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায় নাইট রাইডার্স। ডি ককের পরিবর্তন এলেও ইনিংসের প্রথম ওভারেই সিরাজের বলে আউট হয়ে যান গুরবাজ। নারিনও ১৭ রান করে ফেরেন ডাগআউটে। অর্থাৎ পাওয়ারপ্লের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন ৪৩ রানের ভিতর। এরপর অধিনায়ক রাহানে এবং দলের সব থেকে দামি ক্রিকেটারের ওপর দায়িত্ব বর্তায় কেকেআরকে এই পরিস্থিতি থেকে বের করার।