চতুর্থ মরশুমের উইমেনস প্রিমিয়ার লিগ (WPL)-এর আগে বড় সিদ্ধা্ত নিল ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। তারা তাদের দলে নতুন হেড কোচ হিসেবে অভিষেক নায়ারকে দলে নিয়েছে। আসলে অভিষেক নায়ারকে (Abhishek Nayar) জন লুইসের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। জন লুইস প্রথম তিন মরশুম ধরে দলের কোচের ভূমিকা পালন করেছিলেন। সেই সময়ে ইউপি ওয়ারিয়র্সের সেরা পারফরম্যান্স ছিল ২০২৩ সালের WPL-এ। সেই বছরে ইউপি ওয়ারিয়র্স এলিমিনেটরে উঠেছিল।
ইউপি ওয়ারিয়র্সের তরফ থেকে অভিষেক নায়ারকে নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট মহলে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। অভিষেক নায়ারের খেলাধুলোয় গভীর জ্ঞান রয়েছে। খেলোয়াড় গড়ার ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন এবং তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তাঁর ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কোচিং ভূমিকায় বছরের পর বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’
অভিজ্ঞ নায়ার আইপিএল ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর সহকারী কোচ ছিলেন। এ ছাড়া ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় পুরুষ দলের কোচিং সেটআপেরও অংশ ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত অভিষেক নায়ার, শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং-এর মতো ক্রিকেটারদের মেন্টরিং করার জন্য প্রশংসিত হয়েছেন।
এই নিয়ে দ্বিতীয়বার ইউপি ওয়ারিয়র্স দলের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিষেক নায়ার। এর কারণ WPL-এর প্রথম আসরের পর দলের অফ-সিজন ট্রেনিং ক্যাম্পেও তিনি যুক্ত ছিলেন।
নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন, ‘ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে কাজ করে দারুণ লেগেছিল, আর এখন হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। WPL মহিলাদের ক্রিকেটের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম এবং আমি ম্যানেজমেন্টের সঙ্গে মিলে একটি শক্তিশালী দল গড়ে তোলার জন্য মুখিয়ে আছি। ইউপি ওয়ারিয়র্সের ইতিমধ্যেই শক্ত ভিত্তি রয়েছে, এবং আমি বিশ্বাস করি আমরা কিছু অসাধারণ কাজ করতে পারি। দলের মধ্যে অসম্ভব সম্ভাবনা রয়েছে এবং প্রথম শিরোপা জয়ের জন্য আমি আমার সবটা উজাড় করে দেব।’