এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানে গ্রুপ পর্বের ম্যাচে সূর্যকুমার যাদবরা হাত মেলাননি পাক ক্রিকেটারদের। বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই ভারতীয় দলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন দাবি করলে, ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত মেলালে কিছু সমস্যা ছিল না। এনডিটিভির একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা বলেন, 'ভারত যখন খেলল, তাহলে হাত মেলাতে পারত। তাতে কোনও সমস্যা হত না। আমি বুঝতে পারলাম না সমস্যাটা কোথায় ছিল।' এদিকে যেখানে ভারতের বহু মানুষ এই খেলা বয়কটের ডাক দিয়েছিলেন। সেখানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের অগ্রাহ্য করায় ভারতীয় ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ বেশ খুশি হয়েছিলেন। তবে আজহারউদ্দিনের এই কথায় অনেকেই চটতে পারেন। (আরও পড়ুন: প্র্যাক্টিসে কসরত ৩ জনের, পাকিস্তানের বিরুদ্ধে আজ ভারতীয় দলের একাদশ কী হতে পারে?)
আরও পড়ুন: পরবর্তী BCCI সভাপতি পদে বড় চমক, সৌরভ নন, গদিতে বসবেন মিঠুন, দাবি রিপোর্টে
উল্লেখ্য, এশিয়া কাপে মাঠের লড়াইতে ভারতকে টক্কর দিতে পারেনি পাকিস্তান। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগের সেই ম্যাচে হারের পর থেকে অবশ্য ক্রিকেটে আর মন নেই পাকিস্তানের। একের পর এক বিতর্ক তৈরি করে চলেছে পিসিবি। এই আবহে আজ এশিয়া কাপের সুপার ৪ পর্বে ফের একবার ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এর আগে গতকাল দুবাইতে একই সঙ্গে ভারত ও পাকিস্তানের অনুশীল অনুষ্ঠিত হয়। দুবাইয়ের সময় সন্ধ্যা ৬টা থেকে দুই দেশের ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়। ভারতের ক্ষেত্রে এই অনুশীলন ছিল ঐচ্ছিক। এদিকে পাকিস্তানের তরফ থেকে গোটা দলই মাঠে পৌঁছেছিল। সেই অনুশীলন চলাকালীনই পাক এক ক্রিকেটার '৬-০' বলে চেঁচাতে থাকেন। প্রসঙ্গত, পাকিস্তানিরা দাবি করে, তারা নাকি অপারেশন সিঁদুরের সময় ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। তবে নিজেদের দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ তারা দিতে পারেনি। (আরও পড়ুন: 'পাইক্রফ্ট কেন ক্ষমা চাইবেন, উলটে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত তাঁর কাছে')