আইপিএলে ক্রিকেটারদের দলবদল নতুন কিছু নয়। তাই পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামার ঘটনাও নিতান্ত স্বাভাবিক বিষয়। মঙ্গলবার লখনউয়ের একানা স্টেডিয়ামে দেখা যায় ঠিক তেমনই ছবি। তবে এক্ষেত্রে বিষটি আলাদা মাত্রা পায় একাধিক কারণে।
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ঋষভ পন্ত। টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতের মিল হচ্ছিল না বলে পন্ত আইপিএল ২০২৫-এর আগে দল ছাড়েন। তাঁকে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
অন্যদিকে গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। টিম মালিকের দুর্বব্যহারের পরে লোকেশ আইপিএল ২০২৫-এর আগে দল ছাড়েন। তাঁকে ১৪ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
মঙ্গলবার একানায় আইপিএল ২০২৫-এর লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ ও দিল্লি। অর্থাৎ, লখনউয়ের গতবারের ক্যাপ্টেন লোকেশ মাঠে নামেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। দিল্লির গতবারের ক্যাপ্টেন পন্ত মাঠে নামেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। যদিও ঋষভ লখনউকে নেতৃত্ব দিতে নামলেও লোকেশ ক্যাপ্টেন্সি করছেন না।
এই ম্যাচে লখনউয়ের হয়ে ২৭ কোটি টাকার ঋষভ পন্ত ২ বলে শূন্য রান করে আউট হন। অর্থাৎ, নিজের পুরনো দলের বিরুদ্ধে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয় ঋষভকে। অন্যদিকে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিল্লিকে ম্যাচ জেতান ১৪ কোটির লোকেশ। তিনি লখনউকে গতবারের অপমানের যোগ্য জবাব দেন বলা যায়।
আরও পড়ুন:- অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো
দুই ক্রিকেটারের এই অদল-বদলে বিরাট লাভবান হয় দিল্লি। কেননা লোকেশ রাহুল চলতি মরশুমে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন। অন্যদিকে রাহুলের থেকেও ১৩ কোটি টাকা বেশি দামের ঋষভ পন্ত ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বলা চলে।
দিল্লির হয়ে এখনও পর্যন্ত লোকেশ রাহুলের পারফর্ম্যান্স
১. সাতটি ইনিংসে ব্যাট করে দলের হয়ে সব থেকে বেশি ৩২৩ রান করেছেন।
২. সব থেকে বেশি ৬৪.৬০ ব্যাটিং গড়।
৩. সব থেকে বেশি ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন।
৪. সব থেকে বেশি ২৫টি চার মেরেছেন।
৫. সব থেকে বেশি ১৬টি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- রোহিত-কোহলি-জাদেজা ‘অবসরে’, IPL-এ চমক দেখিয়ে T20 World Cup 2026-এর দলে ঢুকতে পারেন কারা?
লখনউয়ের হয়ে এখনও পর্যন্ত পন্তের পারফর্ম্যান্স
১. আটটি ইনিংসে ব্যাট করে মোটে ১০৬ রান সংগ্রহ করেছেন।
২. ব্যাটিং গড় মাত্র ১৩.২৫।
৩. স্ট্রাইক-রেট মোটে ৯৬.৩৬। অর্থাৎ, বল পিছু ১ রান করেও সংগ্রহ করতে পারেননি।
৪. মোটে ৮টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।
৫. হাফ-সেঞ্চুরি করেছেন মাত্র ১টি।
পন্তকে যদি দিল্লি শেষমেশ রিটেন করতে পারত, তবে নিশ্চিতভাবেই অনেক বেশি খরচ করতে হতো। তাঁর বদলে কার্যত অর্ধেক দামে রাহুলকে নিয়েই বিরাট লাভবান ক্যাপিটালস।