মহেন্দ্র সিং ধোনির ধামাকা দেখল ভাইজ্যাগ। ৪১ বছর বয়সেও ধোনি যে কতটা সাবলীল, সেটাই দেখিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটকে। রবিবার ভাইজ্যাগে ধোনির ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংসই এখন চর্চায়। দিল্লি ক্যাপিটালসের জয়ও যেন ‘ধোনি-ঝড়ের’ সামনে ম্লান হয়ে গেল।
তবে রবিবার ঋষভ পন্তের ‘গুরু’র দলের বিরুদ্ধেই অবশেষে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। ২০২৪ আইপিএলে প্রথম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। দিল্লির দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭১ রানে শেষ হয়ে যায় সিএসকে-র ইনিংস। দিল্লি জেতে ২০ রানে।
ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে ফিরে আসার পর, ২২ গজে প্রত্যাবর্তনটা মোটেও সুখের হয়নি ঋষভ পন্তের। এবার আইপিএলের হাত ধরে ক্রিকেটে ফিরলেও, প্রথম দুই ম্যাচে তিনি নিরাশই করেছেন। সেই সঙ্গে তাঁর দলও ২ ম্যাচেই হেরে বসে থাকে। কিন্তু রবিবার ভাইজ্যাগে গুরু মহেন্দ্র সিং ধোনির সামনে জ্বলে ওঠেন পন্ত। তৃতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন যে, তিনি এখনও আগের মতোই সাবলীল রয়েছেন। এদিন পন্ত দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকান। সেই সঙ্গে জয়ে ফেরে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও।
রবিবার পন্তরা ভাইজ্যাগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের হোম ম্যাচ খেলে। এবং এই ভেন্যু তাঁদের জন্য ‘লাকি’ হয়ে ওঠে। দিল্লির মাঠ না হলেও, এখানে পূর্ণ সমর্থন ছিল পন্তদের জন্য। আর এই মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় দিল্লি ক্যাপিটালস। এদিন দিল্লির হয়ে ওপেন করেন পৃথ্বী শ'। এবারের আইপিএলে প্রথম বার খেললেন পৃথ্বী। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি পৃথ্বী। দুই তারকা মিলে প্রথম উইকেটে ৯৩ রান করে ফেলেন।
আরও পড়ুন: SRH-এর বিরুদ্ধে ১ উইকেট নিয়েই GT-র সর্বোচ্চ উইকেট শিকারির নজির রশিদের, ভেঙে ফেললেন শামির রেকর্ড
ওয়ার্নার ঝোড়ো গতিতে হাফসেঞ্চুরি করে আউট হন। ৩৫ বলে ৫২ করে তিনি মুস্তাফিজুর রহমানের বলে মাথিশা পাথিরানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি ছয়, পাঁচটি চারে। এর পর আউট হয়ে যান পৃথ্বী শ'ও। তিনিও আগ্রাসী মেজাজে ২টি ছক্কা এবং চারটি চারের সৌজন্যে ২৭ বলে ৪৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজার বলে ধোনি ক্যাচ ধরেন পৃথ্বীর। পর পর দু'ওভারে দুই ওপেনার আউট হয়ে যান।
তিনে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্ত। দিল্লি ক্যাপিটালস ২ উইকেট হারানোর পর হাল ধরেন পন্ত। এদিন তিনি ৩২ বলে ৫১ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন। দুর্ঘটনা থেকে ২২ গজে ফেরার পর এটাই প্রথম হাফসেঞ্চুরি পন্তের। এদিন তিনটি ছক্কা এবং ৪টি চার হাঁকিয়েছেন পন্ত। শেষ পর্যন্ত পাথিরানার বলে রুতুরাজ গায়কোয়াড়কে ক্যাচ দেন তিনি। তবে তাঁর জন্য দলের ভিত শক্ত হয়। যার নিটফল, ভাইজ্যাগের মাঠে দিল্লি তোলে ১৯১ রান। এর বাইরে দিল্লিরা বাকিরা ১৫ রানের গণ্ডিও টপকাননি। আসলে ২ উইকেট হারানোর পর, পন্ত ছাড়া বাকিরা সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। যে কারণে রানের গতিও ধাক্কা খায়। বিশেষ করে শ্রীলঙ্কার পেসার পাথিরানা নজর কাড়েন। তাঁর গতি এবং নিখুঁত ইয়র্কার সামলাতে গিয়ে হিমশিম খান দিল্লির ব্যাটাররা। পন্তকে আউট করা ছাড়াও, মিচেল মার্শ (১৮) এবং ত্রিস্তান স্টাবসকে (০) বোল্ড করেন পাথিরানা। সিএসকে-র হয়ে পাথিরানা তিনটি উইকেট নেন।
আরও পড়ুন: তাঁর প্রতি অন্যায় হয়েছে- পাক নির্বাচকদের জানাতে ভোলেননি সদ্য নেতৃত্ব হারানো শাহিন আফ্রিদি
জবাবে ১৯২ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই পরপর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। খালিল আহমেদের দাপটে দলের ৭ রানের মধ্যেই ২ ওপেনারকে হারিয়ে বসে থাকে চেন্নাই। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সিএসকে-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ২ বল খেলে ১ রান করেন তিনি। ১২ বলে ২ করে আউট হন রাচিন রবীন্দ্র। শুরুতেই সিএসকে-র লড়াইটা কঠিন করে দেন খালিল। এর পর অবশ্য হাল ধরেন অজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল মিলে। তবে মিচেল ২৬ বলে ৩৪ করেই অক্ষর প্যাটেলের ডেলিভারিতে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে রাহানে আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন। ২টি ছয়, পাঁচটি চারের সৌজন্যে তাঁর ৩০ বলে ৪৫ রানের ইনিংস চেন্নাইয়ের জন্য অক্সিজেন হয়। তবে তাঁকে ফেরান মুকেশ কুমার।
এর পর শিবম দুবে (১৮) এবং সমীর রিজভিকে (০) আউট করে মুকেশ কোমর ভেঙে দেন সিএসকে-র। কিন্তু সপ্তম উইকেটে জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। তবে তখন ২৩ বলে ৭২ রান বাকি চেন্নাইয়ের। তবুও লড়াই চালান দুই তারকা। ধোনি তো রীতিমতো ঝড় তোলেন। কেন যে চেন্নাই তাঁকে এখনও ধরে রেখেছেন, সেটাই বুঝিয়ে দেন ধোনি। এদিন বুড়ো হাড়ের ভেল্কি দেখান মাহি। তবে মুকেশ কুমার ১৯তম ওভারে এত কম রান দিয়েছিলেন যে, সিএসকে চাপে পড়ে যায়। কারণ জিততে শেষ ৬ বলে ৪১ রান বাকি ছিল। আসলে ম্যাচটি ১৯তম ওভারেই শেষ হয়ে যায়। তার পরেও হারের ব্যবধান কমাতে এনরিখ নরকিয়াকে পিটিয়ে ২০ রান নেন ধোনি। হাঁকান দু'টি ছক্কা এবং দু'টি চার। শেষ পর্যন্ত ১৬ বলে ৩৭ করে অপরাজিত থাকেন মাহি। তাঁর ইনিংসে রয়েছে ৩টি ছক্কা এবং চারটি চার। ১৭ বলে ২১ করে অপরাজিত থাকেন জাদেজা। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস করে ১৭১ রান।