কয়েকজন সমালোচনা করছেন। কিন্তু কোটি-কোটি মানুষকে পাশে পেলেন মহম্মদ শামি। ভারতের তারকা পেসারের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিয়ে তাঁরা দাবি করেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে শামি যদি রোজা (রমজান মাসে মুসলিমরা দিনভর রোজা রাখেন) পালন না করেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। আর তিনি দেশের হয়ে খেলতে গিয়েছেন। পালন করতে গিয়েছেন রাষ্ট্রধর্ম। তারপরও যাঁরা শামির সমালোচনা করছেন, তাঁরা নিজেরাই আদতে ইসলাম ধর্মের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন একাধিক মৌলবী। একইসুরে শামির পরিবারের তরফেও স্পষ্টভাবে জানানো হয়েছে, সবার আগে দেশ। আর তারকা পেসার দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। যাঁরা তারপরও শামি রোজা রাখেননি বলে হইচই করছেন, তাঁরা নেহাতই শিশুসুলভ আচরণ করছেন বলে দাবি করেন তাঁরা।
ইসলামের চোখে শামি অপরাধী, দাবি করেন মৌলানা শাহাবুদ্দিন
যদিও প্রাথমিকভাবে তাঁরা সেই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। গত মঙ্গলবার সেমিফাইনালের মধ্যে শামি মাঠে জলপান করায় সোশ্যাল মিডিয়ায় একটি মহলের তরফে হইচই শুরু করা হলেও তাতে বেশিরভাগ মানুষ কোনও ভ্রূক্ষেপ করেননি। কিন্তু সেই বিতর্কে ঘি ঢালেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভি। তিনি দাবি করেন, মুসলিমদের রোজা রাখা বাধ্যতামূলক। রোজা না রাখায় ইসলাম ধর্মের চোখে অপরাধী হয়ে গিয়েছেন শামি। আল্লাহের কাছে তাঁকে জবাবদিহি করতে হবে।
দেশের ক্ষমা চাওয়া উচিত মৌলানার, পালটা দাবি বিজেপি নেতার
আর সেই মন্তব্যের তুমুল সমালোচনা করে বিজেপি নেতা মহসিন রাজা বলেন, ‘এটা সংশ্লিষ্ট ব্যক্তি (শামি) এবং আল্লাহের মধ্যেকার বিষয়। তা নিয়ে মৌলবীর নাক গলানোর কোনও দরকার নেই। কারণ উনি (শামি) ন্যাশনাল ডিউটি (জাতীয় কর্তব্য) পালন করতে গিয়েছেন।। আর সেটার অনুমতি দিয়েছে আমাদের ধর্মও। কারণ আমাদের ধর্মে জোরজবরদস্তির কোনও বিষয় নেই।'
অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতিকে একহাত নিয়ে বিজেপি নেতা বলেন, 'মৌলবীকে বলতে চাই, আপনি নিজে ক্ষমা চান। এরকম মন্তব্য করে আপনিই অপরাধ করেছেন। কারণ এ বিষয়ে কথা বলার কোনও অধিকার নেই আপনার। আপনি ধর্মের বিষয়ে জানেন না। দেশের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। কারণ উনি (শামি) আমাদের রাষ্ট্রধর্ম পালনের জন্য গিয়েছেন।’
সবার আগে আসে দেশ, শামির পাশে ছেলেবেলার কোচও
একইভাবে শামির পাশে দাঁড়ান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদির মতো ধর্মগুরুরা। শামির হয়ে মুখ খোলেন ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকিও। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘শামি যা করেছে, সেটা একেবারে ঠিক করেছে। এসব জিনিসে নজর দেওয়ার কোনও দরকার নেই ওর।’
তিনি আরও বলেন, ‘ওর (শামি) ফাইনালের (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল) দিকে মনোনিবেশ করা উচিত। আর এসব জিনিস মাথায় না রাখা উচিত। ও কোনও অপরাধ করেনি। ও যা করেছে, সেটা নিজের দেশের জন্য করেছে। ব্যক্তিগত জিনিসপত্র পরে করা যায়। কিন্তু সবার আগে আসে দেশ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এমন কোনও কথা বলবেন না, যা (শামির) ফোকাস ঘুরিয়ে দিতে পারে।’