মহিলাদের সিনিয়র ওয়ান ডে কাপের ম্যাচে দুরন্ত বাংলার মহিলা দল। হরিয়ানার বিপক্ষে বিশাল ৩৯০ রানের লক্ষ্যমাত্রাও চেজ করে নিল বাংলার মেয়েরা। ৫ বল বাকি থাকতেই তাঁরা ম্যাচ পকেটে পুড়ে নিল। হরিয়ানা বোলারদের ওপর কার্যত বুলডোজার চালিয়ে দেন তনুশ্রী সরকার, প্রিয়াঙ্কা বালারা। মহিলাদের ওয়ান ডে কাপে সচরাচর এত রান তাঁড়া করে কোনও দলকে জিততে দেখা যায় না।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মহিলাদের সিনিয়র ওয়ান ডে কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হরিয়ানা। টস জিতে ফিল্ডিং নেয় বাংলা, প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৯ রান তোলে হরিয়ানা। জবাবে ব্যাট করতে নেমে তনুশ্রী সরকারের শতরানে ভর দিয়ে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলার মহিলারা।
লিস্ট এ মহিলা ক্রিকেটে উঠল রেকর্ড রান-
বাংলা বনাম হরিয়ানা ম্যাচে রেকর্ড তৈরি হল। এই প্রথম কোনও মহিলাদের লিস্ট এ ম্যাচে ৭৫০র বেশি রান উঠল দুই দলের ব্যাটিংয়ের পর। এর আগে ২০১৭ মহিলা বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দঃ আফ্রিকার ম্যাচে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৬৭৮ রান উঠেছিল। ৫০ ওভারের ম্যাচের সেই রেকর্ডকে ছাপিয়ে গেল বাংলা হরিয়ানা ম্যাচ।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
হরিয়ানার মেয়ে শেফালি বর্মা সদ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ে জ্বলে উঠেছিলেন ফের জাতীয় দলে ফিরতে। তিনি বাংলার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে দুর্ধর্ষ ইনিংস খেলেন। একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া হয় তাঁর। করেন ১১৫ বলে ১৯৭ রান, মারেন ২২টি চার এবং ১১টি ছয়। ওপেনার রিমা সিসোদিয়া করেন ৫৮ রান। ৬১ রান করেন সোনিয়া মেন্ধিয়া। তবে ম্যাচে সব নজর কেড়ে নেন বাংলার তনুশ্রী সরকার, কারণ স্রেফ শতরান করাই নয়, বল হাতেও তিনি নেন ৩ উইকেট। ম্যাচের সেরাও হন তিনি।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
৫ বল বাকি থাকতেই জয় বাংলার-
৩৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এক বিন্দু হতচকিত হয়ে পড়েনি বাংলার মেয়েরা। দুই ওপেনার ধারা গুজ্জার এবং স্বস্তি মণ্ডল ভালো শুরু করে দেন। ৯.১ ওভারেই ওপেনিং জুটিয়ে ওঠে ১০০ রান। এরপর ফার্স্ট ডাউনে নেমে তনুশ্রী সরকার দুরন্ত শতরান করেন। মাত্র ৮৩ বলে ২০টি চার মেরে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে তিনি আউট হওয়ার পরেও প্রায় ১০০ রান আরও তুলতে হত বাংলাকে।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বাংলাকে জেতালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-
তখনই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাংলার আরেক মিডল অর্ডার ব্যাটার প্রিয়াঙ্কা বালা। তিনি ৮১ বলে ৮৮ রান করে, দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মারেন ৮টি চার এবং একটি ছয়। গোপাল প্রতিভাও শেষদিকে ২৮ রান করেন। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিনিয়র ওয়ান ডে কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলার মহিলা ব্রিগেড।
লিস্ট এতে সবচেয়ে বেশি রান চেজ-
মহিলাদের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় বাংলার! হরিয়ানাকে হারিয়ে সেমিতে। হরিনায়ার বিরুদ্ধে ৩৯০ রান তাড়া করল বাংলা মহিলা দল। এর আগে ক্যান্টেবারির বিরুদ্ধে ২০১৯ সালে ৩০৯ রান তাড়া করে জিতেছিল নর্দার্ন ডিস্ট্রিক্ট। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা ৩০২ রান তাড়া করে জেতে। ২০২১ সালে থান্ডার্সের বিরুদ্ধে ২৯২ রান তাড়া করে জেতে ওয়েস্টার্ন স্টর্ম। ২০২৩ সালে টাইফুনের বিরুদ্ধে ২৯০ রান তাড়া করে জেতে ড্র্যাগনসরা।