সিডনির মাঠে আরও একবার ফিফথ স্টাম্পের বল খেতে গিয়ে ক্যাচ আউট হন বিরাট কোহলি। শেষ ৩-৪ বছরে যে রোগ কোহলির ধরেছে, তা কোনওভাবেই সাড়ানো গেল না এখনও। সিডনিতেও স্কট বোল্যান্ডের বাইরের বলেই কভার ড্রাইভ খেলতে চেষ্টা করলেন কোহলি, সবুজ উইকেটে বলের সঙ্গে ব্যাটের টাইমিং ঠিকঠাক করতে পারলেন না। ব্যস, সঙ্গে সঙ্গে ফিরলেন সাজঘরে।
আরও পড়ুন-মাঙ্কিগেট স্ক্যান্ডাল থেকে মানকাডিং! দর্শকদের মিডল ফিঙ্গার বিরাটের! নজরে SCGর বিতর্কিত ঘটনা
টেস্টে চতুর্থবার বিরাটকে আউট করলেন বোল্যান্ড-
এই নিয়ে টেস্টে চার বার বিরাট কোহলিকে আউট করলেন অজি পেসার স্কট বোল্যান্ড। প্রথম দিকে জোশ হেজেলউডের কারণে তিনি পর্যাপ্ত সুযোগ পাননি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক বা চলতি বর্ডার গাভাসকর ট্রফি, যখনই বোল্যান্ড সুযোগ পেয়েছেন বিরাট কোহলির উইকেট অধিকাংশ সময়ই চেষ্টা করেছেন নিজের পকেটে ঢুকিয়ে মাঠ ছাড়ার।
আরও পড়ুন-সব জল্পনার অবসান! খেলরত্ন পুরস্কার পাচ্ছে জোড়া অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের! সঙ্গে বাকিরা কারা?
নির্দিষ্ট প্ল্যানিং নিয়েই বিরাটকে বোলিং-
বাইরে থেকে দেখতে মনে হতেই পারে বিরাট কোহলি বারবার একইভাবে আউট হচ্ছেন। এক্ষেত্রে তাঁর ব্যর্থতা যে রয়েছে সেকথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বিরাট কোহলি যে এমনি এমনি একইভাবে আউট হচ্ছেন না, সেটাই বুঝিয়ে দিলেন অজি পেসার স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট যে বিরাটের জন্য বেশ প্ল্যানিং করেই এই সিরিজে নেমেছে সেটাই খোলসা করে দিলেন বোল্যান্ড।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
বিরাটকে আউটের রহস্য ফাঁস বোল্যান্ডের-
স্কট বোল্যান্ড বললেন, ‘আমরা বিরাট কোহলির জন্য কিছু প্ল্যান সেট করেই রেখেছি যে কীভাবে আমরা ওকে বোলিং করব। ওর মনে হয় যে অনেক বল ও ছেড়ে দিয়েছে। তারপর ও আসতে আসতে সেট হওয়ার লক্ষ্যে যে বলগুলো ভিতরে আসে খেলতে থাকে। এরপর যখন ও ছন্দে আসে, আর ব্যাটে বলে করতে থাকে তখনই আমরা বলের লাইন লেন্থে কিছু পরিবর্তন আনা শুরু করি। আমরা তখন ফিফথ স্টাম্প (অফ সাইডের বাইরে) বল করা শুরু করি, আর সেই প্ল্যানিংটা আমাদের কাজও করছে।’
আরও পড়ুন-পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, ‘দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...’
৭বার একইভাবে আউট বিরাট-
বিরাট কোহলি এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে প্রায় ৭বারই একইভাবে আউট হলেন। দু-একবার ব্যতিক্রম ঘটিয়ে বিরাট আউট হয়েছেন অন্যভাবে। অধিকাংশ ক্ষেত্রেই কট বিহাইন্ড হয়েছে উইকেটরক্ষক বা স্লিপের হাতে। যেমন সিডনিতেও বোল্যান্ডের বলে কামিন্সের হাতে ক্যাচ তুললেন কোহলি। আর সেই সঙ্গে সঙ্গেই কোহলিকে নিয়েও প্রশ্ন উঠে গেছে, কারণ একবার দুবার আউট হলে সেটা শুধরে নেওয়া যায়ষ ৬বার আউট হয়েও যখন তিনি এক ভুল করছেন, তখন তাঁর টেকনিক এবং মানসিক দুই ক্ষেত্রেই কিছু ত্রুটি রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।