টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলো তারা। দশ উইকেটে ম্যাচ পকেটে তুলল প্যাট কামিন্স ও তাঁর দল। সৌজন্যে ট্র্যাভিস হেডের আগ্রাসী ব্যাটিং এবং হেজেলউডের দুর্দান্ত বোলিং। সবমিলিয়ে অনেক আগেই ম্যাচ শেষ করলো অস্ট্রেলিয়া এবং সিরিজে এগিয়ে গেল ১-০তে। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ১২ পয়েন্টও অর্জন করতে সফল হল তারা। অন্যদিকে, ম্যাচে একেবারে দিশেহারা দেখায় তাদের ব্যাটিং ও বোলিং বিভাগকে। কোনও ভাবেই দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার দাপটের সামনে। প্রথম ম্যাচটি হেরে চাপে পড়ে গেছে ক্যারিবিয়ান বাহিনী। ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই জরুরি দ্বিতীয় ম্যাচটি জেতা।
মঙ্গলবার, অর্থাৎ ১৬ জানুয়ারি, অ্যাডিলেডে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৮৮ রানে। দলের হয়ে একমাত্র অর্ধশতরানটি করেন ম্যাকেনজি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে চারটি করে উইকেট নেন হেজেলউড ও প্যাট কামিন্স এবং একটি করে উইকেট পান নাথান লিয়ন ও মিচেল স্টার্ক।
জবাবে লিড নেওয়ার লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৮৩ রানে। সর্বোচ্চ ১১৯ রান করেন ট্র্যাভিস হেড। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট নেন জোসেফ। এছাড়া ২টি করে উইকেট তোলেন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস এবং একটি উইকেট পান আলজারি জোসেফ। জবাবে অস্ট্রেলিয়ার ৯৫ রানের লিড টপকাতে নেমে ১২০ রানে সবকটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর বিনা উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচের সেরা হন ট্রাভিস হেড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান যে তিনি আনন্দের সঙ্গে উপভোগ করেছেন এই ম্যাচটিকে। এছাড়া উপস্থিত সকল দর্শকদেরও ধন্যবাদ জানান তিনি। হেড বলেন, 'ব্যাটিং চলাকালীন পরিস্থিতি মাঝেমধ্যে চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল ঠিকই কিন্তু আমরা ভাগ্যবান সেটিকে পেরিয়ে আমরা বোর্ডে রান তুলতে সফল হয়েছি। নিজেও রান পেয়েছি এটা ভেবেও খুব ভালো লাগছে। এছাড়াও এখানকার দর্শকেরা খুব ভালো। আমাদের প্রথম থেকেই সমর্থন করে গেছে। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট রয়েছে ব্রিসবেনে। এবার দেখার বিষয় সিরিজে সমতা ফেরাতে পারে কিনা ওয়েস্ট ইন্ডিজ। জানা যাবে আর কিছুদিনের মধ্যে।