WBCS 2024 Indicative Notification: ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন? প্রাথমিক নোটিফিকেশন জারি করল পিএসসি, এখানেই রইল লিঙ্ক
1 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2024, 06:51 PM IST- এখানে গিয়ে বিস্তারিতভাবে জানা যাবে। ২০ নভেম্বর প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ব্যবস্থা করবে। তার উপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস( এক্সিকিউটিভ) বেঙ্গল ক্যাডার পদে ও অন্যান্য কিছু পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা কত লাগবে, যোগ্যতামান কী লাগবে, কত টাকা বেতন, অনলাইনে ও অফলাইনে কী ধরনের ফি লাগবে, স্কিম, পরীক্ষার সিলেবাস কী ধরনের থাকবে, সেটা কমিশনের ওয়েবসাইটে দেওয়া থাকবে। নির্দিষ্ট সময়ে এটা প্রকাশিত হবে। যারা এই সার্ভিসের জন্য আবেদন করতে চান, তাঁরা কমিশনের ওয়েবসাইটে যেতে পারেন। সেখানেই আবেদনপত্র জমা দেওয়ার দিন, আবেদনপত্র কবে থেকে কবে পর্যন্ত জমা নেওয়া যাবে সবটা জানানো হবে।
এদিকে আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল এবার থেকে সর্বভারতীয় পরীক্ষার আদলে WBCS হতে পারে। সেক্ষেত্রে সিলেবাসে কতটা বদল আসছে সেটা নির্দিষ্ট ওয়েবসাইটেই জানতে পারেন। এক্ষেত্রে অন্যত্র বিভ্রান্ত না হয়ে সরকারি ওয়েবসাইট দেখেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়াটা ভালো।
এদিকে একাধিক সংবাদমাধ্য়মে সংবাদ প্রকাশিত হয়েছিল, এবার ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল আসছে বলে খবর। এবার ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার আদলে তৈরি হবে WBCS-Exe- পরীক্ষার প্রশ্নপত্র। পাবলিক সার্ভিস কমিশন এনিয়ে প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সব দিক ঠিক থাকলে WBCS Executive পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল হতে পারে।
সেক্ষেত্রে যাঁরা এই নিয়োগ পরীক্ষায় বসবেন তাঁরা এই প্রশ্নপত্রের নয়া প্যাটার্ন সম্পর্কে পরিচিত না হলে সমস্যা হতে পারে। তবে নির্দিষ্ট ওয়েবসাইট দেখেই প্রস্তুতি নেওয়া ভালো বলে মনে করছেন অনেকেই।
একাধিক ধাপে এই পরীক্ষা হয়। অনেকেই কাছেই এটা স্বপ্নের চাকরি। প্রশাসনিক উচ্চপদে চাকরি করা যায়।
WBCS Executive পদে বসার ইচ্ছা থাকে অনেকেরই। তবে এই পরীক্ষায় পাশ করার জন্য দীর্ঘ অনুশীলন দরকার। সবরকমভাবে নিজেদের তৈরি করে নিতে হয়। তারপর এই পরীক্ষায় সাফল্য মেলে। প্রথমে প্রিলিমিনারি মেন্স পরীক্ষা হয়। এরপর ইন্টারভিউতে বসতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের আমলা হিসাবে নিয়োগ পেতে গেলে এই পরীক্ষায় বসতে হয়।