কেরিয়ার গড়ে তোলার পথ আরও মসৃণ করে দিতে বড়সড় উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অথবা চিকিৎসা ক্ষেত্রে কেরিয়ার গড়ে তুলতে আগ্রহী পড়ুয়াদের প্রশিক্ষণ দিচ্ছে সংসদ। সোমবার থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম’।
আরও পড়ুন: 'বছরে ২টো উচ্চমাধ্যমিক' পরেরবার থেকে! কবে কোন সেমেস্টারের পরীক্ষা? রইল রুটিন
প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের প্রয়োজনীয় দক্ষতা শেখানো হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। এর ফলে পড়ুয়াদের শিক্ষাগত এবং কর্মজীবনের লক্ষ্য অর্জনের পথ আরও সুগম হবে। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হল বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির জন্য প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের প্রশিক্ষণ দেওয়া। ২০২৪ সালে বিজ্ঞান বিষয়ের ফলাফলের উপর ভিত্তি করে পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
তিনি জানান, অনেক পড়ুয়া আছেন, যাঁরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছে থাকলেও প্রশিক্ষণ নিতে পারেন না। কারণ এই প্রশিক্ষণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলি বিপুল পরিমাণ অর্থ নিয়ে থাকে। তবে পর্ষদ একবারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে।
জানা যাচ্ছে, সোমবার চালু হওয়া এই কর্মসূচিতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার ২৫টি স্কুল থেকে প্রতিদিন প্রায় ২০০ জন পড়ুয়া অংশগ্রহণ করবে। প্রথমে কয়েক ঘণ্টা পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ের জন্য ক্লাস দেওয়া হবে। তারপর তাদের মক টেস্টের জন্য প্রশ্ন দেওয়া হবে। দুপুরে টিফিনের পরে মক টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে একটি অধিবেশন করা হবে।