সাধারণত অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি কোর্স চালুর বিষয়ে উপযুক্ত নয়, অথচ তারা সেগুলি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমোদন পেয়ে যাচ্ছে। সেই সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনুমোদন পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করছে।
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সংঘাত চলছে বেশ কয়েকমাস ধরেই। সম্প্রতি সেই সংঘাত প্রকট হয়েছে। তারইমধ্যে এবার কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি কোর্স চালু করার অনুমোদনের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির জন্য অ্যাডভাইজারি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সেক্ষেত্রে জানানো হয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে ডিগ্রি কোর্স চালুর বিষয়ে অনুমোদন দিতে গেলে আগে উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকে অনুমতি নিতে হবে।
সাধারণত অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি কোর্স চালুর বিষয়ে উপযুক্ত নয়, অথচ তারা সেগুলি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমোদন পেয়ে যাচ্ছে। সেই সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনুমোদন পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করছে। অথচ তাদের অনুমতি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি এ নিয়ে বেশ কয়েকটি বেনিয়ম উচ্চ শিক্ষা দফতরের নজরে এসেছে। সেই বেনিয়ম আটকাতেই এমন নির্দেশ জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। এখন উচ্চ শিক্ষা দফতর চাইছে নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হোক। উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, সাধারণত নিয়ম না মেনে নো অবজেকশন সার্টিফিকেট পেলে সে ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পরবর্তীতে যাতে সমস্যা না হয় তার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে এই সতর্ক বার্তা দিয়েছে উচ্চ শিক্ষা দফতর।