কত টাকা আয় করেন LIC এজেন্টরা? কাজ শুরুর জন্য আবেদন করবেন কীভাবে
2 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2024, 08:33 PM ISTLIC, দেশের বৃহত্তম বীমা সংস্থা, প্রতি বছর লক্ষ কোটি টাকার মুনাফা অর্জন করে। সারা দেশে এর লক্ষ লক্ষ এজেন্ট রয়েছে।

দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে। জুন ত্রৈমাসিকে ১০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে এলআইসি। শুধু তাই নয়, বিগত তিন বছরে, বীমা সংস্থাটিও শেয়ার বাজার থেকে প্রচুর মুনাফা করেছে। এখন কোম্পানিটির বিনিয়োগের বাজার মূল্যও দ্বিগুণ বেড়ে ১৫.৭২ লক্ষ কোটি টাকা হয়েছে। এখানেই প্রশ্ন ওঠে, যে এজেন্টদের হাত এলআইসি এত লক্ষ কোটি কোটি টাকা মুনাফা হাঁকাচ্ছে, সেই এজেন্টদের মাসিক মাইনে কত টাকা হতে পারে?
আরও পড়ুন: (Viral: একটানা কাজের নামে এক মাস ছুটি কাটালেন কর্মী! কিছু জানতেও পারল না কোম্পানি)
নিজেদের রাজ্য অনুযায়ী, আয় করেন সরকারি মালিকানাধীন এলআইসি-এর এজেন্টরা। সারা দেশে এলআইসির প্রায় ১৪ লক্ষ এজেন্ট রয়েছেন। এলআইসি অর্থমন্ত্রককে দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে,
১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলআইসি এজেন্টরা সবচেয়ে বেশি আয় করেন। মোট ২৭৩ জন এজেন্ট কাজ করেন এখানে।সেখানে তাঁদের গড় মাসিক আয় ২০,৪৪৬ টাকা।
২) হিমাচল প্রদেশে এলআইসি এজেন্টদের আয় সবচেয়ে কম। হিমাচল প্রদেশে ১২,৭৩১ জন এজেন্ট রয়েছে। প্রতি মাসে গড় ১০,৩২৮ টাকা আয় করেন তাঁরা।
৩) সর্বাধিক সংখ্যক এজেন্ট রয়েছেন দেশের বৃহত্তম রাজ্য ইউপিতে। এখানে ১.৮৪ লক্ষেরও বেশি এজেন্ট রয়েছেন। তাঁদের গড় মাসিক আয় ১১,৮৮৭ টাকা।
৪) মহারাষ্ট্রে ১.৬১ লক্ষ এলআইসি এজেন্ট রয়েছেন। তাঁরা মাসে গড়ে ১৪,৯৩১ টাকা আয় করেন।
৫) এজেন্ট সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ তৃতীয় বৃহত্তম রাজ্য। এখানে প্রায় ১.২ লক্ষ এজেন্ট কাজ করেন। তাঁরা মাসে গড়ে ১৩,৫১২ টাকা আয় করেন।
৬) তামিলনাড়ুতে, ৮৭,৩৪৭ জন এজেন্টের মাসিক আয় ১৩,৪৪৪ টাকা।
৭) কর্ণাটকে ৮১,৬৭৪ জন এজেন্টের মাসিক আয় ১৩,২৬৫ টাকা।
৮) রাজস্থানে, ৭৫,৩১০ জন এজেন্টের মাসিক আয় ১৩,৯৬০ টাকা।
৯) মধ্যপ্রদেশে, ৬৩,৭৭৯ জন এজেন্টের মাসিক আয় ১১,৬৪৭ টাকা।
১০) দিল্লি এনসিআর-এ ৪০,৪৬৯ জন এজেন্টের মাসিক আয় ১৫,১৬৯ টাকা।
আরও পড়ুন: (NIRF 2024: কোন রাজ্যে সবচেয়ে ভালো কলেজ রয়েছে? শীর্ষে তামিলনাড়ু, বাংলা কত স্থানে জানুন)
দেশের বৃহত্তম বীমা কোম্পানি এলআইসি তার বীমার ৯৯ শতাংশ শুধুমাত্র এজেন্টদের মাধ্যমেই বিক্রি করে। বিনিময়ে এজেন্টরা কমিশন পান। যতদিন বীমা বলবৎ থাকে, ততদিন এজেন্ট প্রতিটি প্রিমিয়াম থেকে কমিশন পেয়ে থাকেন। অনেক সময় এমন হয় যে এজেন্ট পুরনো বীমা থেকে নতুনের চেয়ে বেশি কমিশন পেতে শুরু করেন।
আরও পড়ুন: (Instant cold coffee: ইনস্ট্যান্ট কফিতে মন মজেছে আপনার? নিজের কতটা ক্ষতি করছেন সেটাও জানুন)
এলআইসি-এর এজেন্ট হওয়ার জন্য, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারেন। এর জন্য, দশম থেকে দ্বাদশ পাসের সার্টিফিকেট, বয়সের প্রমাণ, ছয়টি পাসপোর্ট সাইজের ছবি, আবাসিক সার্টিফিকেট, আধার কার্ড এবং প্যান কার্ড সঙ্গে রাখতে হবে।
১) অফলাইনে আবেদন করতে, বাড়ির আশেপাশের এলআইসি অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। এর পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, প্রার্থীকে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ দেওয়া হবে।
২) অনলাইনে আবেদন করার জন্য আপনাকে career.licindia.in-এ ভিজিট করুন। অনলাইন রেজিস্ট্রেশন করে ফেলুন। সব ঠিকঠাক থাকলে, প্রার্থীকে ফোন কল বা ইমেলের মাধ্যমে এলআইসি থেকে বাকি নিয়োগ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports