CLAT 2025 Answer Key Download: প্রকাশিত হয়েছে CLAT 2025 পরীক্ষার অ্যানসার কি!কীভাবে ডাউনলোড ও চ্যালেঞ্জ করবেন জেনে নিন। শেষ তারিখ আগামীকালই।
Ad
প্রকাশিত হল CLAT 2025-র অ্যানসার কি!
জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের কনসর্টিয়ামের তরফে সিএলএটি ২০২৫ (কমন ল অ্যাডমিশন টেস্ট)-র পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করা হল সোমবার। ২ ডিসেম্বর এই অ্যানসার কি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সিএলএটি ২০২৫-র (CLAT 2025) অ্যানসার কি দেখার জন্য consortiumofnlus.ac.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য় দিয়ে দেখতে হবে।
অ্যানসার কি-কে চ্যালেঞ্জ জানানোর সুযোগও থাকছে পরীক্ষার্থীদের জন্য। তাদের নির্দিষ্ট পদ্ধতি মেনে চ্যালেঞ্জ জানাতে হবে অ্যানসার কি-কে। এই চ্যালেঞ্জ জানানোর শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৪। ২ ডিসেম্বর ২০২৪ বিকেল চারটে থেকে ৩ ডিসেম্বর ২০২৪ বিকেল চারটে পর্যন্ত এই সুযোগ থাকবে।
চলতি বছর সিএলএটি ২০২৫ পরীক্ষা ছিল ১ ডিসেম্বর রবিবার। ওই দিন সিএলএটি ২০২৫-র ইউজি ও পিজি দুটোরই প্রবেশিকা পরীক্ষা এই দিন ছিল। দুুপুর ২ টো থেকে ৪টের শিফটে অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিনের মাথাতেই প্রকাশিত হল সিএলএটি ২০২৫-র অ্যানসার কি। আবার আগামীকালের মধ্য়েই জমা দিতে হবে অ্যানসার কি-কে চ্যালেঞ্জ করে প্রয়োজনীয় নথি।