CBSE board practical exam: সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বড় খবর। প্র্যাক্টিকাল পরীক্ষার তারিখ ঘোষণা করল সিবিএসই বোর্ড। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্র্যাক্টিকাল পরীক্ষার তারিখ ঘোষণা করল সিবিএসই বোর্ড
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হল। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার আগে কবে প্র্যাকটিকাল পরীক্ষা হবে সেই সময়সূচি জানিয়ে দেওয়া হল। এই পময়সূচি অনুযায়ী আগামী বছরের গোড়ায় শুরু হবে প্র্যাকটিকাল পরীক্ষা। ১ জানুয়ারি থেকে এই পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে শীতপ্রধান অঞ্চলের স্কুলের ক্ষেত্রে অন্য তারিখ ঘোষণা করা হয়েছে। শীতের ছুটির আগেই হতে চলেছে সেখানে এই পরীক্ষাগুলি নেওয়ার নির্দেশ জারি করেছে বোর্ড। বোর্ডের সময়সূচি অনুযায়ী, শীতপ্রধান অঞ্চলের স্কুলগুলিতে ১৪ নভেম্বর থেকে শুরু হবে প্র্যাকটিকাল পরীক্ষা। পরীক্ষা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালের মধ্যেই ইন্টারনাল অ্যাসেসমেন্টও হবে বলে জানানো হয়েছে। সিবিএসই বোর্ডের পড়ুয়াদের পাঠ্যসূচিতে প্রোজেক্টও রয়েছে। পড়ুয়াদের এই প্রোজেক্টও জমা নেওয়া হবে এই সময়েই।
শীতপ্রধান অঞ্চলের স্কুলগুলির জন্য আলাদা করে বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের বোর্ড। তাতে বলা হয়েছে, কোনও ক্লাসে ৩০ জনের বেশি পড়ুয়া থাকলে একই দিনে আলাদা আলাদা স্লটে পরীক্ষা নিতে হবে। অর্থাৎ একইদিনে একই স্লটে সবার পরীক্ষা নেওয়া যাবে না। গোটা প্র্যাকটিকাল পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই নির্দেশ দিয়েছে বোর্ড। এর জন্য প্রয়োজনে নির্দিষ্ট পরীক্ষার দিন তিনটে স্লটেও পরীক্ষা নেওয়া যাবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সব মিলিয়ে ৫৫ দিন ধরে এই সিবিএসই বোর্ড পরীক্ষা চলবে। গত ১২ জুলাই বোর্ডের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।