মাথা গোঁজার একটা ঠাঁই। ভিন শহরে বা ভিন দেশে গিয়ে সকলেই প্রথমে খোঁজ করে এই ছাদটির। আর এই নিরিখেই বিশ্বের বিভিন্ন প্রান্ত নতুন নতুন রেকর্ড গড়়ে চলেছে। সম্প্রতি দুবাইয়ের একটি রুমের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক কামরার ঘর। সাধারণ কামরার থেকে আয়তনে সেই ঘর যথেষ্ট ছোট। সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি। কিন্তু স্থান অল্প হলেও দাম মোটেই অল্প নয়। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে তার ভাড়া ৬২ হাজার টাকা। নেটিজেনদের মন্তব্য, মুম্বইবাসীদের কাছেও এ যেন আকাশছোঁয়া।
আরও পড়ুন - ‘এ তো আমাদের সারা জীবনের সঞ্চয়!’ IIT পাশ ছেলের মাইনে শুনে হতবাক বাবা
সাধারণত মুম্বই, ব্যাঙ্গালোর, পুণে, দিল্লিসহ ভারতের বিভিন্ন মেট্রো শহরগুলিতে ঘরভাড়া আকাশছোঁয়া। ওই শহরগুলিতে যারা কাজের সূত্রে থাকেন, মাসের শেষে তাদের মোটা অঙ্কের ঘরভাড়া গুণতে হয়। কর্মসূত্রে দুবাইতেও ভারত থেকে প্রচুর মানুষ যান ও থাকেন। কিন্তু দুবাই যেন এক আলাদা জগত। সম্প্রতি তারই এক ঝলক দেখা গেল নেটদুনিয়ায়।