রাজ্য প্রশাসনের তৈরি করা সর্বশেষ 'যোগ্য'-তালিকায় তাঁদের ঠাঁই হয়নি। তাহলে কি তাঁরা সত্যিই 'অযোগ্য'? এর উত্তর আপাতত অজানা। কিন্তু, সম্প্রতি প্রত্যেকটি জেলার ডিআই অফিসে পাঠানো 'যোগ্য' শিক্ষক শিক্ষিকাদের তালিকায় যাঁদের ঠাঁই হয়নি, তাঁদের একটি অংশ মানতে রাজি নন যে তাঁরা 'অযোগ্য'। এবার 'যোগ্য'-তালিকায় স্থান না পাওয়া এই 'অযোগ্য'রা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসলেন!
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - আজ (শনিবার - ২৬ এপ্রিল, ২০২৫) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে সটান তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হন 'যোগ্য'-তালিকায় স্থান না পাওয়া 'অযোগ্য' শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাঁদের বক্তব্য, ওই তালিকা ত্রুটিপূর্ণ। বিষয়টি নিয়ে কথা বলার জন্যই শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা।
কিন্তু, সেই সময় ব্রাত্য বসু বাড়িতে ছিলেন না। অন্যদিকে, পুলিশের তরফ থেকে জানানো হয়, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না।
সূত্রের দাবি, একথা শোনার পরই ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন চাকরিহারারা। পরে পুলিশের তরফেই জানানো হয়, মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে রাজি। তবে, সেই মুহূর্তে সাক্ষাৎ সম্ভব নয়। কিন্তু, তিনি পরে অবশ্যই সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের কথা শুনবেন। এরপরই অবস্থান তুলে নেন 'যোগ্য'-তালিকায় স্থান না পাওয়া 'অযোগ্য' শিক্ষক শিক্ষিকারা।