Hindustan Times
Bangla

পথচলা শুরু হয়েছিল ২০২৩-এর ১৫ ডিসেম্বর। তারপর দেখতে দেখতে ৫০০ পর্ব পার করে ফেলল বাংলা ধারাবাহিক 'কথা'।

৫০০ পর্ব পার, তাই সেলিব্রেশন হবে না তাও কি হয়? জমিয়ে হল উদযাপন।

এই সেলিব্রেশনে সামিল হয়েছিলেন সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য সহ সিরিয়ালের অন্যান্য তারকারা।

এদিন সিরিয়ালের নায়িকা, 'কথা' ওরফে সুস্মিতা দে-কে কেক খাইয়ে দিতে দেখা যায় অন্য়ান্যদের।

'কথা'র ৫০০ পর্ব পার, আর তাই জমিয়ে পার্টি করলেন সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা।

এদিকে বাংলায় 'কথা'র সাফল্যের পর হিন্দিতেও এই সিরিয়ালের রিমেক আনছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা।

তবে হিন্দিতে রিমেক হলেও 'কথা' সিরিয়ালের নাম, নায়ক-নায়িকা সবই বদলেছে।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।