চলতি আইপিএলে বিরাট কোহলির স্বপ্নের ফর্ম জারি। ইডেনে কেকেআরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি (অপরাজিত ৫৯) দিয়ে যাত্রা শুরু করেন বিরাট। পরে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যক্তিগত অর্ধশতরান (৬৭) পূর্ণ করেন তিনি।
জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬২ রান করে নট-আউট থাকেন বিরাট। মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। চিন্নাস্বামীতে রাজস্থানের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলে কোহলি। এবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের অর্ধশlরান করেন বিরাট।
সুতরাং, চলতি আইপিএলে এই নিয়ে মোট ৬টি হাফ-সেঞ্চুরি করেন কোহলি। আইপিএল ২০২৫-এর টানা তিন ম্যাচে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে হ্যাটট্রিক করেন বিরাট। মূলত বিরাট কোহলি ও ক্রুণাল পান্ডিয়ার ব্যাটে ভর করেই রবিবার দিল্লিকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেয় আরসিবি।
কোটলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন লোকেশ রাহুল। যদিও তার জন্য ৩৯টি বল খরচ করেন তিনি। সতর্ক ইনিংসে লোকেশ মোটে ৩টি চার মারেন।
এছাড়া ১৮ বলে ৩৪ রান করেন ত্রিস্তান স্টাবস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক পোড়েল ১১ বলে ২৮ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২৬ বলে ২২ রানের ধীর ইনিংস খেলেন ফ্যাফ ডু'প্লেসি। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল ১৩ বলে ১৫ রান করেন। ৬ বলে ১২ রানের যোগদান রাখেন বিপরাজ নিগম।
আরসিবির হয়ে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জোশ হেজেলউড। ১টি করে উইকেট নেন যশ দয়াল ও ক্রুণাল পান্ডিয়া। উইকেট পাননি সুয়াস শর্মা।
প্লে-অফের পথে এক পা আরসিবির
পালটা ব্যাট করতে নেমে আরসিবি ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। সেই সুবাদে আইপিএল ২০২৫-এর প্রথম দল হিসেবে ১৪ পয়েন্টে পৌঁছয় আরসিবি এবং প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখে তারা। বেঙ্গালুরু ১০টি ম্যাচ খেলেছে। তারা নিজেদের বাকি চারটি ম্যাচের মধ্যে অন্তত ১টি ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে।
অরেঞ্জ ক্যাপ কোহলির
আরসিবির হয়ে বিরাট কোহলি ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে আউট হন। সেই সুবাদে চলতি আইপিএলের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হন বিরাট এবং অরেঞ্জ ক্যাপের দখল নেন। কোহলি চলতি আইপিএলের ১০টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৪৪৩ রান সংগ্রহ করেছেন।
৬ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন জেকব বেথেল। খাতা খুলতে পারেননি দেবদূত পাডিক্কাল। ৬ রান করে আউট হন ক্যাপ্টেন রজত পতিদার। ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৯ রান করে নট-আউট থাকেন টিম ডেভিড। দিল্লির হয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা হন ক্রুণাল পান্ডিয়া।