জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত তিনজন বাঙালি পর্যটকের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। তবে, এই টাকা নিহতদের স্ত্রী এবং তাঁদের বাবা-মা (যাঁরা জীবিত রয়েছেন)-এর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। পাশাপাশি, নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের জন্য মাসিক পেনশনও ঘোষণা করা হয়েছে।
আজ (শনিবার - ২৬ এপ্রিল, ২০২৫) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। সেই অনুসারে -
পহেলগাঁও হামলায় নিহত তিন বাঙালি পর্যটক হলেন - কলকাতার বিতান অধিকারী ও সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র। এঁদের তিনজনের পরিবারকেই রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ বা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
কিন্তু, নিহতদের মধ্যে যাঁদের বৃদ্ধ বাবা-মা এখনও জীবিত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই ১০ লক্ষের মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হবে সন্তান হারানো বাবা-মাকে এবং বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হবে নিহতের বিধবা স্ত্রীকে।
এছাড়াও, কর্মসূত্রে ফ্লোরিডার বাসিন্দা বিতান অধিকারীর বৃদ্ধ বাবা-মাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। পাশাপাশি, তাঁদের চিকিৎসার সমস্ত খরচ যাতে এবার থেকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে করা হয়, সেই ব্যবস্থাও করা হবে।
পহেলগাঁও হামলার পর বাংলার ছেলে - জওয়ান ঝন্টু শেখ সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন। তাঁর পরিবারকেও এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আইন অনুসারে, তাঁর স্ত্রীকে চাকরিও দেওয়া হবে। নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।