অনলাইনের যুগে কি না হয়! অনলাইনে পুজো দেওয়া যায় পছন্দের তীর্থস্থানে। পুজো বুক করা যায়। আবার প্রসাদও আনানো যায়। এবার অনলাইনে পবিত্র বায়ু বিক্রিও শুরু করল একটা নতুন সংস্থা। ওই স্টার্ট আপ সংস্থা অনলাইনে কেদারনাথ ও বৈষ্ণোদেবীর বিশুদ্ধ বায়ু বিক্রি করছে। বায়ুকে ক্যানে ভরে বিক্রি করা হচ্ছে। একেকটা ক্যানের দাম ৫৫০ টাকা। সম্প্রতি এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল ইনস্টাগ্রামে।
আরও পড়ুন - আন্তর্জাতিক বুকার পুরস্কারের আর্থিক মূল্য কত? ভারতীয় অঙ্কে কত টাকা পান বিজয়ীরা? চোখ কপালে তোলার মতো অঙ্ক
দেখুন পোস্ট
পোস্টদাতাই জানিয়েছেন বায়ু বিক্রির কথা। সঙ্গে ভিডিয়োতে দেখা গিয়েছে, জেরুজালেম অর্থাৎ যিশুর জন্মস্থানের বায়ুর ক্যান। সেখানেও এই ভাবে পবিত্র বায়ু বিক্রি হয়। ক্যানে পোরা বায়ু নাকি দিনে দুবার শ্বাসের মাধ্যমে গ্রহণ করলেই শরীর মন বিশুদ্ধ হয়ে যায়। নেটিজেনরা এই বিষয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।