পুজোর লাইনে দাঁড়িয়ে হঠাৎই মায়ের প্রচণ্ড শরীর খারাপ। আশেপাশে কোথাও ছায়ায় বসার জায়গা পর্যন্ত নেই। এই অবস্থায় কাছের একটি হোটেলেকিছুক্ষণ মাকে বসতে দেওয়ার অনুরোধ করেছিলেন এক তরুণী। মাত্র ৬ মিনিট বসার জন্যই তাঁকে গুনতে হল ৮০০ টাকা। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল তাঁর ।
আরও পড়ুন - ‘এ তো আমাদের সারা জীবনের সঞ্চয়!’ IIT পাশ ছেলের মাইনে শুনে হতবাক বাবা

ঠিক কী ঘটেছিল?
রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তরুণী সাংবাদিক মেঘা উপাধ্যায় ও তাঁর পরিবার। ভিআইপি লাইনের বদলে তাঁরা সাধারণ লাইন বেছে নেন। ফলে স্বাভাবিকভাবেই বেশি সময় লেগেছিল। প্রায় ২ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর তাঁর মায়ের শরীর খারাপ হতে শুরু করে। বমি, মাথা ঘোরা, পেটে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এই অবস্থায় আশেপাশে কোথাও বিশ্রাম নেওয়ার স্থান না পাওয়ায় শেষে তরুণীকে একটি হোটেলে যেতে হয়। সেখানে গিয়েই তাঁকে এই বিল পেমেন্ট করতে হয়। টাকার সঙ্গে প্রথমে বিল না দিতে চাইলেও পরে দিতে বাধ্য হয় হোটেল মালিক। সেই বিলের ছবিও পোস্ট করেছেন ওই তরুণী।