আবুধাবিতে ভারতের বিরুদ্ধে আকাশকুসুম অভিযোগ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। তিনি জানান যে ভারত নিজের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক করার পরিকল্পনা করেছে। এই সম্বন্ধে তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে বলেও দাবি করেন তিনি। এদিন কুরেশি বলেন যে ভারত সার্জিকাল স্ট্রাইক করার আগে ঘুরপথে অনুমোদন চাইছে নিজের বন্ধু রাষ্ট্রগুলিদের থেকে। তবে এই সংক্রান্ত বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিন আরব আমিরশাহির নেতৃত্বের কাছে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। ইমরানের বিদেশমন্ত্রীর দাবি যে গুপ্তচরসংস্থার তরফে এই তথ্য তাদের কাছে এসেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেয়ারদের সঙ্গে এই নিয়ে ভারত যোগাযোগ রেখে চলছে বলেও তিনি দাবি করেন। এছাড়াও ভারতে সংখ্যাঘুদের অবস্থা, কাশ্মীর পরিস্থিতি ও করোনা নিয়ে নিজের বক্তব্য রাখেন তিনি। নয়াদিল্লির বিরুদ্ধে তোপ দেগে কুরেশি বলেন যে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে ভারত। এর প্রমাণ আন্তর্জাতিক কম্যুনিটিকে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে পাকিস্তান ভারতের সবরকমের চেষ্টাকে রুখতে সমর্থ বলেও দাবি করেন বিদেশমন্ত্রী কুরেশি।