গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে গত ৭ মে ভোররাতে 'অপারেশন সিঁদুর' চালায় ভারতীয় প্রতিরক্ষাবহিনী। এই জবাবি আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ন'টি জঙ্গি ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্র। ভারতীয় সশস্ত্রবাহিনীর ওই পরাক্রমকে কুর্নিশ জানাতেই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার হগ মার্কেটের এক ব্যবসায়ী। তিনি তাঁর বোনের সাহায্যে মাত্র দু-দিনের মধ্যে একটি শাড়ি ডিজাইন করিয়েছেন। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর শাড়ি!'
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, হালকা গোলাপি রঙের শাড়িটি বোনা হয়েছে প্রিমিয়াম স্যাটিন মেটেরিয়াল দিয়ে। সেই শাড়ির গায়ে প্রিন্ট করা হয়েছে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নানা ধরনের ছবি। তাতে রয়েছে - তাজমহল, হাতি, সেতার প্রভৃতি। এর পাশাপাশি, হিন্দি, উর্দু, মারাঠি-সহ বিভিন্ন ভাষায় লেখা হয়েছে - 'মেরা ভারত মহান'।
হগ মার্কেটের ভিতর জি ২১ নং শাড়ির দোকানের শোকেসে এই শাড়িটি টাঙিয়ে রাখা হয়েছে। শাড়িতে আটকানো একটি স্টিকারে লেখা রয়েছে - অপারেশন সিঁদুর। মার্কেটে যাঁরা কেনাকাটা করতে আসছেন, তাঁদের নজর কাড়ছে এই শাড়ি। যদিও দোকানের মালিক জানিয়ে দিয়েছেন, এই শাড়ি কাউকে বিক্রি করা হবে না। এটি শুধুমাত্র প্রদর্শনের জন্য। শাড়ির পাশেই রাখা রয়েছে একটি সিঁদুরের কৌটো।
দোকানের মালিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বোন পেশাদার ডিজাইনার। তাই, তিনিই মূলত এই শাড়ি ডিজাইন করেছেন।