বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে মিথুন রাশিতে গুরু গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তারফলে বহু রাশি লাভ পাবে। সমৃদ্ধি, ধন সম্পত্তি, জ্যোতিষের কারক হলেন গুরু বৃহস্পতি। তাঁর কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন গুরু বৃহস্পতি। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখে নিন। জ্যোতিষমত বলছে, আজ রাত ১০ টা ৩৩ মিনিটে মিথুনে যাবেন গুরু।
সিংহ
এই রাশি পরিবর্তন আপনার রাশির একাদশভাবে হবে। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যেতে পারে। বলছে জ্যোতিষগণনা। কোনও একটি উৎস থেকে হাতে আসবে টাকা। চাকরিরতরা পাবেন প্রমোশন। নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। এই সময় আপনি ধন সম্পত্তি আর গাড়ি কিনতে পারেন। বিনিয়োগে লাভের যোগ তৈরি হবে।
( তাঁর কাছে ফের ছুটে গেলে বিরাট!রইল প্রেমানন্দজির অনুপ্রেরণাদায়ক ১০ বিখ্যাত বার্তা)
( ‘অপারেশন সিঁদুর’র পরই হঠাৎ বাংলাদেশে পাক হাইকমিশনার ছুটিতে! তুঙ্গে রহস্য, জল্পনা)
( ৩১ মে থেকে সিংহ সহ বহু রাশির ভাগ্য ঘুরিয়ে দিতে চলেছেন দৈত্যগুরু! কী কী প্রাপ্তি যোগ?)
( পাকিস্তান যে জঙ্গিকে সাধারণ ‘ফ্যামিলি ম্যান’ দাবি করছে সেই হাফিজ রউফ কে? 'কীর্তি' বহু)
তুলা
দেবগুরু বৃহস্পতি আজ ১৪ মে, বুধবার থেকে কৃপা করতে শুরু করবেন একাধিক রাশির জাতক জাতিকাকে। এই সময় আপনার ভাগ্যের সহযোগিতা মিলবে। আপনি কোথাও বিদেশের যাত্রা করতে পারবেন। কেরিয়ারের দিক থেকে কোনও তুমুল উন্নতি হতে পারে। গুরু আপনার রাশিতে তৃতীয় আর ষষ্ঠ স্থানে থাকবেন। এই সময় সাহস আর পরাক্রমে আপনি এগিয়ে থাকবেন। সঙ্গে সঙ্গে আইনি ক্ষেত্রে পেতে পারেন লাভ।
( পাহাড়ি জঙ্গলের ভিতর চলল ‘অপারেশন সংকল্প’, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী)
( গ্রহদের রাজকুমার বুধ বহু রাশির খারাপ সময় এবার শেষ করবেন? গোচরে লাকি ৩ রাশি)
মিথুন
আপনাদের জন্য, গুরু গ্রহের গোচর বেশ লাভদায়ক। এই সময় আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। আপনি পেতে পারেন মান সম্মান। বিবাহিতদের নানান দিক থেকে হবে লাভ। নতুন কোনও আর্থিক লেনদেন আপনাকে সহায়তা করবে। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি। সম্পর্কের দিক থেকে আসবে মজবুতি। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)