বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন বুধের অবস্থানের পরিবর্তনের জন্য। সামনেই রয়েছে বুধের গোচর। তার ফলে বহু রাশি পাবে লাভ। গ্রহদের রাজকুমার বুধ কবে তাঁর গোচরের বিশেষ কৃপায় জাতক জাতিকাদের ভরাতে চলেছেন, দেখা যাক। অর্থ ব্যবস্থা, ব্যবসা, বাণী, গণিতের কারক হিসাবে দেখা হয় বুধদেবকে। সেই বুধদেব কবে করতে চলেছেন রাশি পরিবর্তন? দেখে নিন। কারা পাবেন লাভ? রইল জ্যোতিষ।
কন্যা
বুধ গ্রহ আপনার রাশিতে ১১ তম স্থানে ভ্রমণ করতে চলেছেন। এই সময় নানান সূত্র থেকে আপনি পেতে পারেন টাকা। ধনপ্রাপ্তির যোগ রয়েছে এই সময়। চাকরিরতদের পদ আর প্রভাবে বৃদ্ধি হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে ভালো সুযোগ পেতে পারেন। আয়ের নতুন নতুন সূত্র উঠে আসবে। মানসিক দৃঢ়তা বাড়বে। মানসিক দৃঢ়তা বাড়তে থাকবে। সাট্টা, শেয়ার বাজার থেকে লাভ পাবেন।
( ‘অপারেশন সিঁদুর’র পরই হঠাৎ বাংলাদেশে পাক হাইকমিশনার ছুটিতে! তুঙ্গে রহস্য, জল্পনা)
( ২২ এপ্রিলের পর আজ আরও এক মঙ্গলবার! সেনার অভিযানে কাশ্মীরের বুকে নিকেশ ৩ লস্কর জঙ্গি)
( ‘অপারেশন সিঁদুর’র পরই হঠাৎ বাংলাদেশে পাক হাইকমিশনার ছুটিতে! তুঙ্গে রহস্য, জল্পনা)
তুলা
নতুন নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে এই সময় দেখা হবে। বুধের গোচর আপনাদের জন্য ইতিবাচক হতে চলেছে। আপনি সব দিক থেকে পাবেন লাভ, পাবেন বহু দিক থেকে সহযোগিতা। যাঁরা চাকরির খোঁজ করথেন বা বেকারত্বে রয়েছেন, তাঁরা কোনও রোজগারের সন্ধান পেতে পারেন। চাকরিরতরা প্রমোশনের যোগ পেতে পারেন। ব্যবসায় আসবে মুনাফা। ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হতে পারে ইতিবাচকভাবে। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে।
মিথুন
বুধ গ্রহ আপনার রাশির স্বামী। বুধ গ্রহ আপনার রাশিতে ধনভাবে বিচরণ করছেন। জীবনে ইতিবাচক ফল আসবে। প্রেমের সম্পর্কে আসবে মাধুর্য। আর্থিক নানান দিক থেকে আসবে লাভ। শিল্প ক্ষেত্রে পাবেন বিপুল লাভ। সেই ক্ষেত্র থেকে পেতে পারেন প্রসিদ্ধি, সম্মান। কোথাও আটকে থাকা টাকা এবার হাতে আসতে পারে। আপনার কথায় অনেকেরই মন গলবে। অনেকেই ইমপ্রেস হবেন।
কবে রয়েছে বুধের গোচর?
আগামী ২২ জুন, ২০২৫ সালে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ গ্রহ। এই কর্কট রাশিতে থাকে চাঁদের প্রভাব। যখনই বুধগ্রহের চালে পরিবর্তন হতে আরম্ভ করবে, তখনই একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে আসতে চলেছে বিপুল লাভ। এমনই বলছে জ্যোতিষমত।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )