মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এবং পাকিস্তান ও ভারত উভয়কেই উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে এই খবর।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, রুবিও ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
ওদিকে শনিবারের ভোররাতে ভারতের তাবড় এলাকার দিকে তাক করে পাকিস্তান চার্জ করে মিসাইল ফাতেহ-১। এর আগেও বৃহস্পতিবার, শুক্রবারের রাতে পাকিস্তান ভয়াবহ হামলা চালিয়েছে। শনিবার সকালে পাকিস্তানের তরফে ভারতের ‘অপারেশন সিঁদুর’কে পাল্টা জবাব দিতে শুরু করা হয়েছে ‘অপারেশন অপারেশন বানিয়ান উল মারসুস।’ ফলে মার্কিন বিদেশ সচিব যাই বলে থাকুন না কেন, এখনই যে পাকিস্তানের তরফে শান্তি আলোচনায় কোনও উদ্যোগ নেই, তা টের পাওয়া যাচ্ছে।